Bangladesh Pratidin

প্রকাশ : ১৫ ডিসেম্বর, ২০১৮ ০৮:৩৫ অনলাইন ভার্সন
আপডেট : ১৫ ডিসেম্বর, ২০১৮ ১০:২৭
ভারতীয় ক্রিকেটপ্রেমীদের তোপের মুখে ওয়ার্ন
অনলাইন ডেস্ক
ভারতীয় ক্রিকেটপ্রেমীদের তোপের মুখে ওয়ার্ন
ফাইল ছবি

ভারত-অস্ট্রেলিয়া ম্যাচ মানেই বাড়তি উত্তেজনা। চলে বাগযুদ্ধ, পাল্টাপাল্টি হুঙ্কার। তারই জের ধরে প্রাক্তন অজি ক্রিকেটার শেন ওয়ার্ন মন্তব্য করেছিলেন, অ্যাডিলেড টেস্ট জিতলেও পার্থে দাঁড়াতে পারবে না ভারত। টিম ইন্ডিয়াকে উড়িয়ে দেবে অস্ট্রেলিয়া। পার্থ টেস্ট শুরুর আগে শুক্রবার টুইট করে এমনই দাবি করেন ওয়ার্ন।

আর এই টুইটকে নিয়ে শুরু হয় বিতর্ক। নেটিজেনদের সমালোচনার মুখে পড়েন কিংবদন্তি এই লেগস্পিনার। 

টুইটে ওয়ার্ন লেখেন, ‘পার্থে দ্বিতীয় টেস্টের আগে দুই দলকেই শুভেচ্ছা। তবে আমার ভারতীয় ফ্যানদের জন্য দুঃখিত। কারণ আমার মনে হয় পার্থের এরকম সবুজ, দ্রতগতিসম্পন্ন, বাউন্সি পিচে অজিরা ভারতে উড়িয়ে দেবে। আশা করি নিজের পুরনো ফর্মে ফিরে ম্যাচে অন্তত ১০টি উইকেট পাবেন স্টার্ক। পাশাপাশি ফিঞ্চও শতরান করবেন।‌’ 

এরপরই ভারতীয় ক্রিকেটপ্রেমীরা পাল্টা টুইট করতে থাকেন। কেউ লেখেন, ‘‌ফিঞ্চ যদি ১০০ করেন, তাহলে কেএল রাহুল দ্বিশতরান করেন।’ কেউ আবার লেখেন, ‘‌টেস্টের পঞ্চম দিনের পর ওয়ার্নের দেখা মিলবে তো!‌’ ‌‌আর দিনের শেষেও দেখা গেল কিছুটা লড়াই করলেও অজিরা আহামরি কিছু ব্যাটিং করেনি। টস জিতে প্রথমে ব্যাট করে প্রথম দিনের খেলা শেষে অস্ট্রেলিয়ার রান ৬ উইকেটে ২৮৩ রান। ক্রিজে আছেন টিম পেইন (২২) ও প্যাট কামিন্স (১১)। আর শতরান নয় ৫০ রান করেই আউট হন অ্যারন ফিঞ্চ।‌‌


বিডি প্রতিদিন/ ওয়াসিফ

আপনার মন্তব্য

up-arrow