১৭ ডিসেম্বর, ২০১৮ ০৮:৪৯

শঙ্কামুক্ত সাকিব: টাইগার কোচ

অনলাইন ডেস্ক

শঙ্কামুক্ত সাকিব: টাইগার কোচ

ফাইল ছবি

সফরকারী ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট এবং ওয়ানডে সিরিজ জয়ের পর আজ থেকে শুরু হচ্ছে টাইগারদের টি-টোয়েন্টি মিশন। দুপুর সাড়ে ১২টায় সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে শুরু হবে তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টি।

এদিকে, রবিবার অনুশীলনে পায়ের গোড়ালিতে ব্যথা পান সাকিব আল হাসান। তবে এতে মোটেও শঙ্কিত নন টাইগার কোচ স্টিভ রোডস। টি-টোয়েন্টি সিরিজ শুরুর আগেরদিন সংবাদ সম্মেলনে তিনি জানান, অধিনায়কের পায়ের আঘাত নিয়ে দুশ্চিন্তা নেই। সোমবার প্রথম ম্যাচে সাকিবের খেলা নিয়ে অনিশ্চয়তা নেই।

টাইগার কোচ বলেন, ‘সে (সাকিব) ভালো অনুভব করছে এবং হাস্যোজ্জ্বল আছে। আঘাতের পরই তার পায়ে বরফ দেয়া হয়। আশা করি কাল (সোমবার) এটি নিয়ে কোনো ইস্যু তৈরি হবে না।’

উল্লেখ্য, রবিবার সকালে অনুশীলনে টাইগারদের টি-টোয়েন্টি অধিনায়ক ব্যাট হাতে নামেন সবার আগে। নেটে মোহাম্মদ সাইফউদ্দিনের করা ইয়র্কার আঘাত হানে বাঁহাতি সাকিবের বাঁ-পায়ের দ্বিতীয় আঙুলে। সঙ্গে সঙ্গে চলে যান ড্রেসিংরুমে। চোট বড় ধরণের নয়; সেটি জানা যায় খানিকপরই। বিসিবি চিকিৎসক দেবাশীষ চৌধুরী বড় ঝুঁকি নেই বলে আশ্বস্ত করেন।


বিডি প্রতিদিন/ ওয়াসিফ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর