১৭ ডিসেম্বর, ২০১৮ ১৬:৩৪

দ্রুত জয়ের রেকর্ড গড়লো ওয়েস্ট ইন্ডিজ

অনলাইন ডেস্ক

দ্রুত জয়ের রেকর্ড গড়লো ওয়েস্ট ইন্ডিজ

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট ও ওয়ানডেতে সিরিজ জয়ের পর তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে স্রেফ উড়ে গেছে বাংলাদেশ। ব্যাটিং-বোলিং কোনো বিভাগেই সাকিব আল হাসানের দল পাত্তা পেল না টি-টোয়েন্টির বিশ্ব চ্যাম্পিয়নদের কাছে। 

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন টাইগার অধিনায়ক সাকিব আল হাসান। তবে ব্যাট হাতে ব্যর্থ টাইগার শিবির। সাকিবের হাফ সেঞ্চুরিতে ১৯ ওভারে ১০ উইকেটের বিনিময়ে টাইগারদের সংগ্রহ ১২৯ রান। বিনিময়ে ব্যাট হাতে ৮ উইকেটের সহজ জয় তুলে নেয় ক্যারিবীয়রা।

বোলার-ব্যাটসম্যানদের দুর্দান্ত নৈপুণ্যে ৫৫ বল বাকী রেখেই ম্যাচ জিতে নেয় ক্যারিবীয়রা। নিজেদের টি-২০ ইতিহাসে এত বল বাকি রেখে আগে কখনো জিততে পারেনি ওয়েস্ট ইন্ডিজ। ফলে এ ম্যাচ দিয়ে টি-২০তে নিজেদের ইতিহাসে দ্রুত ম্যাচ জয়ের রেকর্ড গড়লো ক্যারিবীয়রা।


বাংলাদেশের দেওয়া ১৩০ রানের লক্ষ্য সামনে রেখে ব্যাটিংয়ে নেমে শেই হোপের টর্নেডো ইনিংসে প্রথম টি-টোয়েন্টিতে ৮ উইকেটে জিতে তিন ম্যাচের সিরিজে এগিয়ে গেল ওয়েস্ট ইন্ডিজ। ১০ দশমিক ৫ ওভারে ম্যাচ জয় নিশ্চিত করে ওয়েস্ট ইন্ডিজ। এতে ৫৫ বল বাকি থাকতে ছুঁয়ে ফেলে কার্লোস ব্র্যাথওয়েটের দল।

তবে টি-২০ ক্রিকেটে দ্রুত ম্যাচ জয়ের রেকর্ড আছে শ্রীলঙ্কার। ২০১৪ সালে চট্টগ্রামে নেদারল্যান্ডসের বিপক্ষে টি-২০ বিশ্বকাপে ৯০ বল বাকি রেখে ৯ উইকেটে ম্যাচ জিতে লংকানরা। ওই ম্যাচে ৩৯ রানে গুটিয়ে যায় নেদারল্যান্ডস। জবাবে ১ উইকেট হারিয়ে পঞ্চম ওভার শেষে জয় তুলে নেয় শ্রীলঙ্কা।

বিডি প্রতিদিন/এনায়েত করিম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর