১৮ ডিসেম্বর, ২০১৮ ১১:০৯

পার্থ টেস্টে ভারতের লজ্জার হার

অনলাইন ডেস্ক

পার্থ টেস্টে ভারতের লজ্জার হার

অস্ট্রেলিয়া সফরে স্মিথ-ওয়ার্নারহীন প্রতিপক্ষকে প্রথম টেস্টে হারালেও দ্বিতীয় টেস্টে মাথা নিচু করেই মাঠ ছাড়ল কোহলির টিম ইন্ডিয়া। পার্থে ১৪৬ রানে বড় ব্যবধানে হারে ভারত। আর চার ম্যাচ সিরিজে ১-১ এ সমতা আনলো অস্ট্রেলিয়া।

চতুর্থ দিনই রচনা হয়েছিল এই টেস্টে ভারতের হার। যেখানে ২৮৭ রানের টার্গেটে ৫ উইকেট হারিয়ে ১১২ রানে দিন শেষ করেছিল তারা। আর ম্যাচের পঞ্চম ও শেষ দিন আর মাত্র ২৮ রান যোগ করতেই মুখ থুবড়ে পড়ে সফরকারী দলটি।

অজিদের ৩ পেসার ও এক স্পিনার মিলে ধসিয়ে দেন ভারতীয় ব্যাটসম্যানদের।

আগের দিনের দুই অপরাজিত ব্যাটসম্যান হনুমা বিহারি ও ঋশভ প্যান্ত কিছুক্ষণ টিকলেও লোয়ারঅর্ডাররা দাঁড়াতেই পারেননি। বিহারি ২৮ ও প্যান্ত করেন ৩০ রান। এই ইনিংসে মিচেল স্টার্ক ও স্পিনার নাথায় লায়ন ৩টি করে উইকেট দখল করেন। আর ২টি করে উইকেট ভাগাভাগি করেন জস হ্যাজেলউড ও প্যাট কামিন্স।

প্রথম ইনিংসে ৫টিসহ মোট ৮ উইকেট নেওয়া লায়ন ম্যাচ সেরা নির্বাচিত হন।

সংক্ষিপ্ত স্কোর:
অস্ট্রেলিয়া-৩২৬ ও ২৪৩
ভারত-২৮৩ ও ১৪০


বিডি প্রতিদিন/ ওয়াসিফ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর