১৯ ডিসেম্বর, ২০১৮ ১০:৫৪

হারের ক্ষত না শুকাতেই আরেক দুঃসংবাদ পেলেন সাকিব

অনলাইন ডেস্ক

হারের ক্ষত না শুকাতেই আরেক দুঃসংবাদ পেলেন সাকিব

ফাইল ছবি

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে গত সোমবার বিধ্বস্ত হয়েছে বাংলাদেশ। সিলেটে ওই হারের ক্ষত না শুকাতেই টাইগার অধিনায়ক সাকিব আল হাসান পেলেন আরেক দুঃসংবাদ। 

সফরকারীদের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে আম্পায়ারের সিদ্ধান্তে অসন্তোষ জানিয়ে শাস্তি পেয়েছেন তিনি। বাংলাদেশ অধিনায়ককে ম্যাচ ফির ১৫ শতাংশ জরিমানা করেছে আইসিসি। বিশ্বের অন্যতম সেরা এই অলরাউন্ডার একই সঙ্গে পেয়েছেন একটি ডিমেরিট পয়েন্ট।

সিলেটে গত সোমবার বাংলাদেশ ইনিংসের ১৪তম ওভারে একটি বল ওয়াইড আশা করেছিলেন সাকিব। আম্পায়ার সেটা ওয়াইড না দেওয়ায় প্রথমে চিৎকার করেন সে সময় স্ট্রাইকে থাকা বাঁহাতি এই ব্যাটসম্যান। পরে আম্পায়ারের সঙ্গে লম্বা সময় ধরে কথা বলতে দেখা যায় তাকে।

ম্যাচ শেষে দোষ স্বীকার করে নেন সাকিব। ম্যাচ রেফারি জেফ ক্রোর তাকে দেওয়া শাস্তিও মেনে নেন তিনি।

২০১৬ সালে ডিমেরিট পয়েন্ট চালু হওয়ার পর এনিয়ে দ্বিতীয়বার ডিমেরিট পয়েন্ট পেলেন সাকিব। শ্রীলঙ্কায় গত মার্চে ত্রিদেশীয় সিরিজে খেলার সময় একটি ডিমেরিট পয়েন্ট পেয়েছিলেন তিনি।

বিডি প্রতিদিন/এনায়েত করিম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর