১৫ জানুয়ারি, ২০১৯ ১৪:১৪

সিরিজে ফিরতে কোহলিদের প্রয়োজন ২৯৯ রান

অনলাইন ডেস্ক

সিরিজে ফিরতে কোহলিদের প্রয়োজন ২৯৯ রান

সংগৃহীত ছবি

অ্যাডিলেডে ভারতের বিরুদ্ধে দ্বিতীয় একদিনের ম্যাচে শন মার্শের সেঞ্চুরি ও গ্লেন ম্যাক্সওয়েলের ঝড়ো ব্যাটিংয়ে ২৯৮ রান করেছে স্বাগতিক অস্ট্রেলিয়া। সিরিজে সমতা ফেরাতে ভারতের সামনে টার্গেট ২৯৯ রানের।

এর আগে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন অজি অধিনায়ক অ্যারোন ফিঞ্চ। ব্যাটিংয়ে নেমে ৯ উইকেট হারিয়ে  ২৯৮ রান সংগ্রহ করে অস্ট্রেলিয়া। 

ম্যাচে সিডনির প্রথম একাদশ অপরিবর্তিত রাখে অস্ট্রেলিয়া। অন্যদিকে খলিল আহমেদের পরিবর্তে এদিন একদিনের ক্রিকেটে অভিষেক হল মোহাম্মদ সিরাজের।

দলীয় ৬ রানের মাথায় অ্যারোন ফিঞ্চকে বোল্ড করেন ভুবনেশ্বর কুমার। ১৮ রানে মুহাম্মদ সামির বলে শিখর ধাওয়ানের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন ক্যারে। এরপর অস্ট্রেলিয়ার ব্যাটিংয়ের হাল ধরেন শন মার্শ এবং উসমান খাজা। খাজা ২১ রানে রান-আউট হন। ২০ রানে জাদেজার বলে ধোনির দুরন্ত স্ট্যাম্পিংয়ের শিকার হল হ্যান্ডসকম্ব।

স্টয়নিসও ২৯ রানে আউট হন সামির বলে। নিয়মিত ব্যবধানে উইকেট পরতে থাকলেও উইকেটের অন্য দিকে একাই লড়াই চালিয়ে যান শন মার্শ। একদিনের ক্যারিয়ারে সাত নম্বর সেঞ্চুরিটি এদিন করেন তিনি। ১২৩ বলে ১৩১ রান করে আউট হন শন মার্শ। ১১টি চার ও ৩টি ছয়ে সাজানো মার্শের শতরানের ইনিংস।

সঙ্গে শেষ দিকে ম্যাক্সওয়েলের ঝোড়ো ব্যাটিং। ৩৭ বলে ৪৮ রান করে আউট হন তিনি। শেষ পর্যন্ত ৯ উইকেট হারিয়ে ২৯৮ রান তোলে অস্ট্রেলিয়া। ভারতের হয়ে চারটি উইকেট নেন ভুবনেশ্বর কুমার। তিনটি উইকেট নেন মোহাম্মদ সামি।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত ভারতের সংগ্রহ ১ উইকেট হারিয়ে ৮ ওভারে ৪৮ রান। 


বিডি-প্রতিদিন/বাজিত হোসেন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর