Bangladesh Pratidin

প্রকাশ : ২০ জানুয়ারি, ২০১৯ ১৮:৩৫ অনলাইন ভার্সন
অস্ট্রেলিয়া সফর থেকে নাম প্রত্যাহার করলেন নুয়ান প্রদীপ
অনলাইন ডেস্ক
অস্ট্রেলিয়া সফর থেকে নাম প্রত্যাহার করলেন নুয়ান প্রদীপ
ফাইল ছবি

হ্যামস্ট্রিং ইনজুরির কারণে অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই টেস্ট সিরিজ থেকে পেসার নুয়ান প্রদীপ নাম প্রত্যাহার করে নিয়েছেন। শ্রীলঙ্কা ক্রিকেটের (এসএলসি) পক্ষ থেকে আজ রবিবার এ কথা জানানো হয়েছে।

ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশের বিপক্ষে লংকান দলের প্রস্তুতি ম্যাচে বৃহস্পতিবার বাম পায়ের হ্যামস্ট্রিংয়ে ইনজুরিতে পড়েন প্রদীপ। এরপর মাঠ ছাড়তে বাধ্য হন তিনি। তার ইনজুরির মাত্রা গ্রেড ১। এরপর শুক্রবার স্ক্যান করার পর এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে।

প্রস্তুতি ম্যাচে দলের অপর খেলোয়াড় কুসল মেন্ডিজও হাল্কা ইনজুরিতে পড়েছেন। তবে প্রথম টেস্ট খেলার জন্য তাকে ফিট গোষনা করা হয়েছে।

সদ্য সমাপ্ত নিউজিল্যান্ডের বিপক্ষে দুই টেস্টের সিরিজও খেলেননি প্রদীপ। ২০১৭ সালের অক্টোবরে নিজের সর্বশেষ টেস্ট খেলেছেন তিনি।
আগামী ২৪ জানুয়ারি ব্রিজবেনে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টে মুখোমুখি হবে সফরকারী শ্রীলঙ্কা।

বিডি প্রতিদিন/এনায়েত করিম

আপনার মন্তব্য

up-arrow