শিরোনাম
২১ জানুয়ারি, ২০১৯ ১২:৪৫

ব্যর্থতার জেরে ন্যাড়া করা হল পশ্চিমবঙ্গের হকি খেলোয়াড়দের!

দীপক দেবনাথ, কলকাতা

ব্যর্থতার জেরে ন্যাড়া করা হল পশ্চিমবঙ্গের হকি খেলোয়াড়দের!

কোচের কথা মেনে দলের খারাপ ফলের পরই মাথা কামিয়ে ফেললেন ভারতের পশ্চিমবঙ্গের অনুর্দ্ধ ১৯ হকি দলের অধিকাংশ খেলোয়াড়রা। সম্প্রতি মধ্যপ্রদেশের জব্বলপুরে হকি ইন্ডিয়া জুনিয়র ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ (বি-বিভাগ)-এর কোয়াটার ফাইনালে দলের খারাপ পারমন্সের পরই কোচের তিরস্কারে খেলোয়াড়রা এই কাজ করে বলে জানা গেছে।

দলের এই খারাপ পারফম্যান্সের পরই খেলোয়াড়দের ওপর ক্ষুব্ধ হন কোচ আনন্দ কুমার। তিনি পরিস্কার জানিয়ে দেন এটা বাংলার লজ্জা। এক সময় কোচ খেলোয়াড়দের উদ্যেশ্যে নিজের অভিমত ব্যক্ত করে জানান, এই পরাজয়ের পর মাথা মুড়িয়ে নেড়া করে ফেলা উচিত। এরপর জব্বলপুর থেকে কলকাতায় ফিরে একমুহুর্ত দেরী না করে কোচের কথা মতো সেলুনে গিয়ে মাথা কামিয়ে ফেলেন হকি খেলোয়াড়রা। জানা গেছে, দলের ১৮ জন সদস্যের মধ্যে দুই জন ছাড়া বাকীরা সকলেই ন্যাড়া করে ফেলেন। ঘটনা সামনে আসতেই চাঞ্চল্য ছড়িয়েছে ক্রীড়া মহলে। 

নাম প্রকাশ না করার শর্তে একজন খেলোয়াড় জানান, কোয়ার্টার ফাইনালে ‘নামধারি-১১’ এর কাছে বাংলা হকি দল ৫-১ এ হেরে যাওয়ার পর কোচ চেয়েছিলেন দলের প্রতিটি খেলোয়াড় যেন তাদের মাথা কামিয়ে ফেলে। কিন্তু আমি তা করতে অস্বীকার করায় কোচ আমাকে উচ্ছৃঙ্খল বলে তিরস্কার করেন। এমনকি, টুর্নামেন্টে দলের প্রথম খেলায় গুজরাটের বিরুদ্ধে দল জেতার পরও কোচ তাদের মাথা কামিয়ে ফেলার পরামর্শ দেন। কারণ দল জিতলেও দলের পারফরমেন্সে কোচ খুশি নন তিনি। এরপর জব্বলপুর থেকে কলকাতায় ফেরার পরই দলের অধিকাংশ সদস্য ন্যাড়া করে ফেলে। কিন্তু আমি সেটা উপযুক্ত মনে না করায় আমি ন্যাড়া হইনি।’ 

যদিও কোচ আনন্দ কুমার এই অভিযোগের কথা অস্বীকার করে বলেছেন তিনি কেবলমাত্র তার হতাশার কথা জানিয়েছিলেন, কিন্তু আক্ষরিক অর্থেই সেটা মাথা মুড়িয়ে ফেলা নয়। তিনি বলেন ‘নামধারি-১১ এর বিরুদ্ধে আমরা তিন চার গোলে পিছিয়ে থাকার পর আমি সদস্যদের ওপর হতাশা ও ক্ষুব্ধ হলে বলেছিলাম যে আমি প্রত্যেকের মাথা ন্যাড়া করে ফেলবো। কিন্তু দুই দিন পর যখন শুনলাম যে তাদের কেউ কেউ ন্যাড়া হয়েছে তখন আমি সত্যিই খুব অবাক হই।’ 

দলের অন্য এক সদস্য অবশ্য জানিয়েছেন ‘সে মাথা কামিয়ে ফেলেছে ঠিকই কিন্তু এটা কোচকে তার প্রতি সম্মান। এখানে কারও কোন চাপ ছিল না।’ রাজ্য হকি সংস্থার সচিব স্বপন ব্যানার্জি জানান ‘কেউ দোষী প্রমাণিত হলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’ 

 

বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ তাফসীর

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর