২১ জানুয়ারি, ২০১৯ ১৩:৪৫

শ্রীলঙ্কার বিপক্ষে অস্ট্রেলিয়া দলে ডাক পেলেন প্যাটারসন

অনলাইন ডেস্ক

শ্রীলঙ্কার বিপক্ষে অস্ট্রেলিয়া দলে ডাক পেলেন প্যাটারসন

কার্টিস প্যাটারসন

প্রস্তুতি ম্যাচে ঝাঝালো পারফরম্যান্সে অস্ট্রেলিয়া দলে শেষ মুহূর্তে জায়গা করে নিয়েছেন কার্টিস প্যাটারসন। ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজে তাকে দলে নিয়েছে অস্ট্রেলিয়ার নির্বাচকরা।

ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশের হয়ে শ্রীলঙ্কার বিপক্ষে প্রস্তুতি ম্যাচে দুই ইনিংসেই সেঞ্চুরির দেখা পেয়েছেন প্যাটারসন। 

রবিবারের আগেও তিনি জানতেন না যে অস্ট্রেলিয়া দলে জায়গা হচ্ছে তার। কিন্তু লঙ্কানদের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্সে কপাল খুলেছে এ ব্যাটসম্যানের। ভাগ্য আর সুপ্রসন্ন হলে ব্রিসবেনে টিম পাইনের নেতৃত্বে অভিষেক হয়ে যেতে পারে ২৫ বছর বয়সি এ ক্রিকেটারের।

বেলেরিভে ওভালে শ্রীলঙ্কার বিপক্ষে প্রস্তুতি ম্যাচে ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশের হয়ে প্রথম ইনিংসে অপ্রতিরোধ্য ১৫৭ রানের পর দ্বিতীয় ইনিংসেও ১০২ রান করে অপরাজিত ছিলেন তিনি।

অস্ট্রেলিয়া টেস্ট দলে ডাক পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করে প্যাটারসন বলেন, ‘আমি মনে করি ব্যাটে বলে দারুণ হওয়ায় এই মুহুর্তে আমি ভালো অবস্থানে রয়েছি। আর এজন্যই আমি দলে ডাক পেয়েছি। অস্ট্রেলিয়া দলে অভিষেকের জন্য ডাক পাওয়ায় আমি সত্যিই আনন্দিত। এর জন্য এ সপ্তাহে বেশ পরিশ্রম করতে হয়েছে। তবে বৃহস্পতিবার আমি একাদশে সুযোগ পেলে ভালো করার চেষ্টা করবো।’

এখনো পর্যণ্ত ৫৮টি প্রথম শ্রেণির ম্যাচ খেলেছেন বাঁহাতি ব্যাটসম্যান প্যাটারসন। এর মধ্যে ৬ সেঞ্চুরিতে ৪১.০০ গড়ে ৩ হাজার ৮১৩ রান করেছেন তিনি।

বিডি প্রতিদিন/কালাম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর