২১ জানুয়ারি, ২০১৯ ১৪:৩৫

বিশ্বকাপ জয়ের স্বপ্ন দেখছেন শোয়েব মালিক

অনলাইন ডেস্ক

বিশ্বকাপ জয়ের স্বপ্ন দেখছেন শোয়েব মালিক

ফাইল ছবি

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৫ ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে দাপুটে জয় তুলে নিয়ে আবারও দুর্দান্ত ফর্মের বার্তা টিম পাকিস্তান। সামনেই ওয়ানডে বিশ্বকাপ। আর এবার শিরোপা জয়ের দারুণ সুযোগ দেখছেন পাকিস্তানের তারকা ক্রিকেটার শোয়েব মালিক।

সম্প্রতি স্কাই স্পোর্টসকে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন, বিশ্বকাপ জেতার ভালো সুযোগ আছে আমাদের। তবে দারুণ সম্ভাবনা থাকা মানে বেশি কিছু না কিন্তু। প্রতি ম্যাচে আমরা কেমন করব এবং কীভাবে দলগুলোর মোকাবেলা করব-এর ওপরই সবকিছু নির্ভর করছে। সর্বোপরি, দলীয় পারফর্ম্যান্সই নির্ধারণ করে দেবে আমরা কতদূর যাব।

নির্ভরযোগ্য এ ব্যাটসম্যান মনে করেন, বিশ্বকাপ জেতার সামর্থ্য আছে পাকিস্তানের। একমাত্র পারফর্ম্যান্সই পারে ১৯৯২ সালের পর অধরা শিরোপা জেতাতে।

শোয়েব মালিক আরও বলেন, আমাদের দলে রয়েছেন ওয়ানডে র‌্যাংকিংয়ের শীষর্ কয়েকজন বোলার-ব্যাটসম্যান। টপঅর্ডার, মিডলঅর্ডার ও বোলারদের মধ্যে দারুণ সমন্বয় আছে। বলতে পারেন ভারসাম্যপূর্ণ দল। ব্যক্তিগতভাবে আমি ২০১৯ সালের স্মরণীয় বিশ্বকাপের অপেক্ষায় আছি।

মে মাসে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলসে পর্দা উঠবে আইসিসি ওয়ানডে বিশ্বকাপের। 


বিডি প্রতিদিন/ ওয়াসিফ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর