Bangladesh Pratidin

প্রকাশ : ২৩ জানুয়ারি, ২০১৯ ১০:০৫ অনলাইন ভার্সন
আপডেট : ২৩ জানুয়ারি, ২০১৯ ১০:০৬
আইসিসির সেরা তিন খেতাবই জিতলেন কোহলি
অনলাইন ডেস্ক
আইসিসির সেরা তিন খেতাবই জিতলেন কোহলি

বিশ্ব ক্রিকেটে প্রথম খেলোয়াড় হিসেবে আইসিসির সেরা তিন খেতাবই জিতলেন বিরাট কোহলি। ভারতীয় ক্রিকেটার একই সঙ্গে আইসিসির ক্রিকেটার অফ দ্য ইয়ার, টেস্ট এবং ওয়ান ডে-তেও প্লেয়ার অফ দ্য ইয়ার হলেন। এই নিয়ে টানা দু'বার আইসিসি-র বর্ষসেরা ক্রিকেটার হলেন। 

২০১৮ এর ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ভোটের ফলাফলের নিরিখে এই সম্মান পেলেন বিরাট। এর মধ্যে বিরাটের নেতৃত্বে ভারত ছ'টা টেস্ট জিতেছে এবং সাতটি টেস্টে হেরেছে। ওয়ান ডে তে বিরাটের নেতৃত্বে এই সময়ে এসেছে ন'টা জয়, চারটি হার ও। একটি ম্যাচ ড্র হয়েছিল। 

আইসিসি-র টেস্ট ও ওয়ান ডে টিমের অধিনায়কও নির্বাচিত হয়েছেন বিরাট। 

বিডি প্রতিদিন/ফারজানা

আপনার মন্তব্য

up-arrow