২৩ জানুয়ারি, ২০১৯ ১৬:১৫

বর্ণবিদ্বেষমূলক মন্তব্য করে সমালোচনার মুখে সরফরাজ

অনলাইন ডেস্ক

বর্ণবিদ্বেষমূলক মন্তব্য করে সমালোচনার মুখে সরফরাজ

ফাইল ছবি

সোশ্যাল মিডিয়ায় সমালোচনার মুখে পাকিস্তান অধিনায়ক সরফরাজ আহমেদ। বর্ণবিদ্বেষমূলক মন্তব্য করে তার খেসারত দিচ্ছেন সরফরাজ। 

গতকাল মঙ্গলবার ডারবানে সিরিজের দ্বিতীয় একদিনের ম্যাচে মুখোমুখি হয়েছিল পাকিস্তান-দক্ষিণ আফ্রিকা। ২০৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৮০ রানের ভিতরেই পাঁচ উইকেট হারিয়ে ফেলেছিল দক্ষিণ আফ্রিকা। প্রথমসারির সব ব্যাটসম্যানই প্যাভিলিয়নে ফিরে গিয়েছিলেন। কিন্তু অবিচ্ছিন্ন ষষ্ঠ উইকেটে ১২৭ রান যোগ করে দলকে ম্যাচ জেতান দক্ষিণ আফ্রিকার ভ্যান ডার ডুসেন (‌৮০)‌ ও অলরাউন্ডার অ্যান্ডিল ফুলাকোয়ে (‌৬৯)‌। 

একাধিকবার বোলার পরিবর্তন করেও দুই ব্যাটসম্যানকে প্যাভিলিয়নে ফেরত পাঠাতে পারেননি সরফরাজ। হতাশ হয়ে পড়েছিলেন। ম্যাচের ৩৭ তম ওভারে সব সীমা অতিক্রম করে গেলেন পাক অধিনায়ক। সরফরাজের মন্তব্য স্টাম্প মাইক্রোফোনে ধরা পড়েছে। 

তিনি ফুলাকোয়ের উদ্দেশে বলছেন, ‘‌আরে কালো ছেলে। তোমার মা আজ কোথায় বসে আছে?‌ কী প্রার্থনা করে আজ বেরিয়েছো?‌’‌ ফুলাকোয়ে অবশ্য সরফরাজকে জবাবে কিছু বলেননি। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেছে ঘটনাটি। সরফরাজের তীব্র সমালোচনা করছেন ক্রিকেট ভক্তরা। 


বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ তাফসীর

সর্বশেষ খবর