২৩ জানুয়ারি, ২০১৯ ১৯:৪৬

জয় দিয়ে নিউজিল্যান্ড সফর শুরু ভারতের

অনলাইন ডেস্ক

জয় দিয়ে নিউজিল্যান্ড সফর শুরু ভারতের

সংগৃহীত ছবি

অস্ট্রেলিয়ায় সফলতার পর নিউজিল্যান্ড সফরেও শুরুটা জয় দিয়েই হল ভারতের। নেপিয়ারে প্রথম ওয়ানডে ডাকওয়ার্থ লুইস সিস্টেমে ৮৫ বল বাকী থাকতেই জয় নিয়ে মাঠ ছাড়ে কোহলি বাহিনী।

পাঁচ ম্যাচের সিরিজের প্রথমটায় শুরু থেকেই চাপে ছিল নিউজিল্যান্ড। টস জিতে শুরুতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন কিউয়ি অধিনায়ক কেন উইলিয়ামসন। কিন্তু ভারতীয় বোলারদের দাপটে মাত্র ৩৮ ওভারেই ১৫৭ রানে শেষ হয়ে যায় কিউয়িদের ইনিংস। কিউয়িদের পক্ষে একাই লড়েন শুধু অধিনায়ক কেন উইলিয়ামসন। তিনি করেন ৬৪ রান।

ভারতের পক্ষে মোহম্মদ শামি মাত্র ৬ ওভারে ১৯ রান দিয়ে তিন উইকেট তুলে নেন। যজুবেন্দ্র চাহাল নেন দুটি উইকেট। আর কুলদীপ যাদবের দখলে চারটি উইকেট। ।  

১৫৮ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ওপেনার রোহিত শর্মা (১১) রান করে আউট হলেও ভারতের হয়ে শুরুটা দারুণ করেন আরেক ওপেনার শিখর ধাওয়ান ৷ অধিনায়ক কোহলিকে নিয়ে তৃতীয় উইকেটের জুটিতে ৯১ রান যোগ করেন তিনি ৷ কোহলি (৪৫) অল্পের জন্য হাফ-সেঞ্চুরি মিস করলেও ১০৩ বলে ৭৫ রান করে শেষ পর্যন্ত অপরাজিত থাকেন ধাওয়ান ৷

৮ উইকেটে ম্যাচ জিতে পাঁচ ম্যাচের সিরিজে ০-১ ব্যবধানে এগিয়ে গেল টিম ইন্ডিয়া ৷

 

বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ তাফসীর

সর্বশেষ খবর