অস্ট্রেলিয়ার ব্রিসবেনে দিবারাত্রির টেস্ট ম্যাচে নিজেদের প্রথম ইনিংসে ১৪৪ রানে গুটিয়ে গেছে হাথুরুসিংহের শ্রীলঙ্কা। দলের পক্ষে ব্যাট হাতে লড়াই করেছেন কেবল উইকেটরক্ষক ব্যাটসম্যান নিরোশান ডিকভেলা।
অজিদের অভিষিক্ত বোলার ঝাই রিচার্ডসনের সঙ্গে কামিনস-স্টার্কদের তোপে দেড়শ রানের আগেই আউট করতে সক্ষম হয় স্বাগতিকরা।
এর আগে টস জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন লঙ্কান অধিনায়ক দীনেশ চান্দিমাল। কিন্তু দলের কেউই অধিনায়কের সিদ্ধান্তের প্রতি সুবিচার করতে পারেননি। দলের পক্ষে নিরোশান ডিকভেলা খেলেছেন ৬৪ রানের ইনিংস।প্রথমে ব্যাট করতে নেমে দিমুথ করুনারাত্নে এবং লাহিরু থিরিমান্নের উদ্বোধনী জুটিতে রান আসে মাত্র ২৬। কামিনসের বোলিংয়ে ব্যক্তিগত ১২ রানে সাজঘরে ফেরেন থিরিমান্নে।
এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে লঙ্কানরা। অভিষিক্ত ঝাই রিচার্ডসনের শিকারে পরিণত হন ৩ ব্যাটসম্যান। অধিনায়ক দীনেশ চান্দিমাল (৫), কুশল মেন্ডিস (১৪) ও ধনঞ্জয়া ডি সিলভার (৫) উইকেট নিয়ে নিজের অভিষেকটা রাঙিয়ে রাখেন রিচার্ডসন।
এদিকে সুরঙ্গা লাকমলকে আউট করে টেস্ট ক্যারিয়ারে নিজের ২০০ উইকেট পূরণ করেন মিচেল স্টার্ক। এরপর দিলরুয়ান পেরেরাকেও সাজঘরে পাঠান তিনি। তবে স্টার্ক-রিচার্ডসনকে ছাড়িয়ে গিয়েছেন প্যাট কামিনস। তিনি নেন ৪ উইকেট। অন্যদিকে ১টি উইকেট নেন অসি অফস্পিনার নাথান লিয়ন।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত ২৫ ওভার শেষে ২ উইকেটে ৭২ রান করে ফেলেছে স্বাগতিক অস্ট্রেলিয়া।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন