১৬ ফেব্রুয়ারি, ২০১৯ ০৯:০৫

মুশফিকের ‘ডাবল সেঞ্চুরি’

অনলাইন ডেস্ক

মুশফিকের ‘ডাবল সেঞ্চুরি’

ফাইল ছবি

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) শেষ করেই নিউজিল্যান্ডে সিরিজ খেলতে উড়ে গেছেন বাংলাদেশের ক্রিকেটাররা। বুধবার প্রথম ম্যাচ হেরে তিন ম্যাচ ওয়ানডে সিরিজ শুরু করেছে টাইগাররা। সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে শনিবার বাংলাদেশ সময় ভোর ৪টায় নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজে টিকে থাকার মিশনে নেমেছে বাংলাদেশ। ক্রাইস্টচার্চে হারলে এক ম্যাচ হাতে রেখেই তিন ওয়ানডের সিরিজ হাতছাড়া হবে মাশরাফির দলের। 

মহাগুরুত্বপূর্ণ এই ম্যাচে অনন্য এক মাইলফলক স্পর্শ করেন টাইগার তারকা মুশফিকুর রহিম। দ্বিতীয় বাংলাদেশি হিসেবে ২০০তম ওয়ানডে খেলতে নেমেছেন তিনি।

মাসদুয়েক আগেই প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে ওয়ানডের ‘ডাবল সেঞ্চুরি’ ক্লাবের খাতা খুলেছেন অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। এবার তাতে নাম লেখালেন মিডলঅর্ডারের ভরসা মুশফিক।

২০০৬ সালে হারারেতে জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচে ওয়ানডে অভিষেক হয় মুশফিকের। এরপর থেকেই দলের নিয়মিত সদস্য তিনি। উইকেটরক্ষক-ব্যাটসম্যান হিসেবেই দলের অপরিহার্য খেলোয়াড় হয়ে উঠেন মুশফিক। ২০১১ সালে আরও বড় দায়িত্ব পান তিনি। টেস্ট, ওয়ানডে ও টি-২০ দলের অধিনায়ক মনোনিত হন মুশফিক। ২০১৭ সাল পর্যন্ত টেস্ট দলের অধিনায়ক থাকলেও, ২০১৪ সালে ওয়ানডে ও টি-২০ দলের দায়িত্ব থেকে মুশফিককে সরিয়ে দেয়া হয়।

তারপরও দলের ব্যাটিং লাইন-আপের মেরুদণ্ড মুশফিক। কঠিন পরিস্থিতির মাঝেও দলকে বহু ম্যাচে লড়াইয়ে ফিরিয়েছেন তিনি। এমনকি কিছু ম্যাচে জয়ের কাজটা দায়িত্ব নিয়েই সেরেছেন ৩১ বছর বয়সী মুশফিক।

 

বিডি প্রতিদিন/ ওয়াসিফ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর