১৬ ফেব্রুয়ারি, ২০১৯ ০৯:৩৫

কাশ্মীরে হামলায় ক্ষুব্ধ ভারতীয় ক্রিকেটাররা, কে কী বললেন?

অনলাইন ডেস্ক

কাশ্মীরে হামলায় ক্ষুব্ধ ভারতীয় ক্রিকেটাররা, কে কী বললেন?

সংগৃহীত ছবি

ভারতশাসিত জম্মু-কাশ্মীরে জঙ্গি হামলায় নিহতের সংখ্যা ক্রমশই বেড়ে চলেছে। এরই মধ্যে এ সংখ্যা ৪২'তে দাঁড়িয়েছে। এদের সবাই আধা-সামরিক বাহিনী সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সের (সিআরপিএফ) সদস্য। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হয়েছে। এদিকে, কাশ্মীরে এই হামলার ঘটনায় বিশ্বজুড়ে নিন্দার ঝড় উঠেছে। সারা ভারতের মতো ক্ষোভে ফেটে পড়েছেন দেশটির ক্রিকেট তারকারাও। 

সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে একের পর টুইট করেছেন বিরাট কোহলি, রোহিত শর্মা থেকে শুরু করে মোহাম্মদ কাইফ, গৌতম গম্ভীরের মতো সাবেকরাও। 

সবচেয়ে বেশি ক্ষোভ দেখিয়েছেন সাবেক ক্রিকেটার গৌতম গম্ভীর। টুইটারে সন্ত্রাসবাদী হামলায় নিহতদের প্রতি সহমর্মিতা জ্ঞাপন করে গম্ভীর লিখেছেন, ‘কথা হোক বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে। আলোচনা হোক পাকিস্তানের সঙ্গে। তবে সেই আলোচনা টেবিলে নয়। বরং হোক যুদ্ধক্ষেত্রেই। অনেক হয়েছে আর নয়।’

সাবেক ভারতীয় ওপেনার বীরেন্দ্র শেবাগ লিখেছেন, 'জম্মু ও কাশ্মীরে আমাদের সিআরপিএফ’র উপর কাপুরুষিত হামলায়, যে হামলায় আমাদের বীর জওয়ানরা শহীদ হয়েছেন, অনেক আঘাত পেয়েছি। এই কষ্ট প্রকাশ করার কোনো ভাষা নেই। যারা আহত হয়েছেন তাদের দ্রুত আরগ্য কামনা করছি। #শুধরে যাও, নয়তো শুধরে দেবো।'

ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি লিখেছেন, 'পুলবামায় সন্ত্রাসী হামলার ঘটনায় আমি হতভম্ব হয়ে গেছি। শহীদ জওয়ানদের প্রতি আমার আন্তরিক সমবেদনা আর প্রার্থনা করি আহত জওয়ানরা যেন দ্রুত আরোগ্য লাভ করে।'

ভারতীয় সহ-অধিনায়ক রোশিত শর্মা লিখেছেন, 'পুলবামায় যা হয়েছে তাতে আমি বিস্মিত এবং ভীত অনুভব করছি। যেদিনটাকে আমরা সবাই ভালোবাসার দিন হিসেবে উদযাপন করি সেদিনই কিছু কাপুরুষ ঘৃণা ছড়ালো। শহীদ জওয়ান আর তাদের পরিবারের কথা ভাবছি। ভারত, তাদের জন্য প্রার্থনা করুন।'

ভারতের জনপ্রিয় ক্রিকেট ধারাভাষ্যকার হার্শা ভোগলে লিখেছেন, 'সন্ত্রাসবাদীতা একইসঙ্গে জঘন্য ও বর্বর কিন্তু এটা কাপুরুষিতও। মানুষ মারাই যদি এজেন্ডা হয়, তাহলে কেউ উন্নতি করবে কিভাবে? ভারত শান্তি আর আর্থিক উন্নয়নের দিকে ধাবিত হচ্ছে। এবং সন্ত্রাসবাদীতা এটাকে থামাতে পারবে না।'

এছাড়া টুইটারে এই ঘটনার নিন্দা, ক্ষোভ আর শহীদদের প্রতি সমবেদনা জানিয়েছেন ভারতীয় ক্রিকেটার শিখর ধাওয়ান, সুরেশ রায়না, কুলদিপ যাদব, সাবেক ক্রিকেটার ভিভিএস লক্ষণ, ইরফান পাঠান, মোহাম্মদ কাইফ, নারী ক্রিকেটার মিতালি রাজ, ক্রিকেট বিশেষজ্ঞ আকাশ চোপড়া প্রমুখ।

 

বিডি প্রতিদিন/ ওয়াসিফ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর