১৬ ফেব্রুয়ারি, ২০১৯ ০৯:৫০

আইপিএলে পন্টিংকে নিষিদ্ধ করা হোক, দাবি ওয়ার্নের!

অনলাইন ডেস্ক

আইপিএলে পন্টিংকে নিষিদ্ধ করা হোক, দাবি ওয়ার্নের!

ফাইল ছবি

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) পরবর্তী আসর মাঠে গড়াবে অল্প কিছুদিন পরেই। আর এই আসরে বিশ্বকাপজয়ী সাবেক অজি অধিনায়ক রিকি পন্টিংকে নিষিদ্ধ করার দাবি জানালেন তারই একসময়ের সতীর্থ শেন ওয়ার্ন।

প্রসঙ্গত, আইপিএলে কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন পন্টিং। অপরদিকে তাকে অজি ক্রিকেট দলের সহকারী কোচের দায়িত্ব দেওয়া হয়েছে চলতি মাসেই। দুই দায়িত্ব একসঙ্গে পালন করতে গেলে কার্যত তাতে কোনো পক্ষেরই কাজে লাগেব না বলে আইপিএলের দলগুলোকে পন্টিংকে দায়িত্ব না নিতে সতর্ক করে দিয়েছেন ওয়ার্ন। 

ওয়ার্ন এবং পন্টিং দুজনেই আইপিএলের সঙ্গে সরাসরি সম্পৃক্ত। রাজস্থান রয়্যালসের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কাজ করছেন লেগ-স্পিন কিংবদন্তী আর দিল্লী ক্যাপিটালসের কোচের দায়িত্ব সামলাচ্ছেন কিংবদন্তী অজি অধিনায়ক।

রাজস্থান রয়্যালসের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে প্রচারণা চালাতে বর্তমানে ভারতে অবস্থান করা শেন ওয়ার্ন ভারতীয় সংবাদ মাধ্যম মুম্বাই মিররকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, ‘বিরাট কোহলি একটি দলের অধিনায়ক, আবার রোহিত শর্মা আরেকটি দলের। তাদের দলে অনেক বিদেশি খেলোয়াড় খেলবে যারা তাদের নিজ নিজ দেশের হয়ে বিশ্বকাপ খেলার জন্য দায়বদ্ধ। তাই এটা আমাকে ভাবায় না।'

তিনি আরও বলেন, ‘কিন্তু বিসিসিআই (ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড) যদি রবী শাস্ত্রীকে (ভারতীয় কোচ) আইপিএলের অংশ হতে নিষেধ করে, তাহলে পন্টিং কিভাবে পারবে?’ 

সাবেক সতীর্থকে নিয়ে ওয়ার্নারের এমন মন্তব্য অনেককেই অবাক করেছে। 

 

বিডি প্রতিদিন/ ওয়াসিফ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর