১৬ ফেব্রুয়ারি, ২০১৯ ১৪:০৯

দুইবার পিছিয়ে পড়েও জয় পেল বায়ার্ন

অনলাইন ডেস্ক

দুইবার পিছিয়ে পড়েও জয় পেল বায়ার্ন

সংগৃহীত ছবি

জার্মান বুন্দেসলিগায় শনিবার রাতের ম্যাচে দারুণ জয় পেয়েছে বায়ার্ন মিউনিখ। দুইবার পিছিয়ে পড়েও অগসবুর্গকে তাদেরই মাঠে ৩-২ গোলে হারিয়েছে বাভারিয়ানরা।

এদিন প্রতিপক্ষের মাঠে ম্যাচের মাত্র ১৩ সেকেন্ডেই আত্মঘাতী গোল করে অগসবুর্গকে লিড এনে দিয়েছিলেন বায়ার্নের জার্মান মিডফিল্ডার লিও গোরেশকা। যেটি বুন্দেসলিগার ইতিহাসে সবচেয়ে দ্রুততম আত্মঘাতী গোল। পরে ১৭ মিনিটে গোল করে বায়ার্নকে সমতায় ফেরান ফরাসি মিডফিল্ডার কিংসলে কোম্যান। কিন্তু পাঁচ মিনিট পর জি ডং-ওনের গোলে আবার এগিয়ে যায় স্বাগতিকরা। প্রথমার্ধের যোগ করা সময়ে নিজের জোড়া গোল পূর্ণ করে বায়ার্নকে ২-২ সমতায় ফেরান কোম্যান। আর ৫৩ মিনিটে ডেভিড আলবার গোল শেষ পর্যন্ত অতিথিদের তিন পয়েন্ট এনে দেয়।

এই জয়ে লিগের শীর্ষে থাকা বরুসিয়া ডর্টমুন্ডের সঙ্গে পয়েন্টের ব্যবধান ২-এ নামিয়ে এনেছে বায়ার্ন মিউনিখ। 


বিডি প্রতিদিন/ ওয়াসিফ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর