১৭ ফেব্রুয়ারি, ২০১৯ ১৮:৫০

আচরণবিধি ভাঙায় মাহমুদউল্লাহর শাস্তি

অনলাইন ডেস্ক

আচরণবিধি ভাঙায় মাহমুদউল্লাহর শাস্তি

ক্রাইস্টচার্চে সিরিজের দ্বিতীয় ওয়ানডেও বাংলাদেশকে বড় ব্যবধানে হারিয়েছে স্বাগতিক নিউজিল্যান্ড। ফলে তিন ম্যাচ সিরিজের প্রথম দুই ম্যাচই হেরে এমনিতেই মনকষ্টে রয়েছেন টাইগাররা। এমন সময়ে বাংলাদেশ শিবিরে এলো আরও এক খারাপ সংবাদ। ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) আচরণবিধি ভঙ্গের দায়ে জরিমানার কবলে পড়েছেন টাইগার অলরাউন্ডার মাহমুদউল্লাহ রিয়াদ। 

জানা গেছে, শনিবারের ম্যাচে টড অ্যাস্টলের বলে ৭ রানে আউট হয়ে ড্রেসিং রুমে ফেরার সময় সীমানার বাইরে কাঠের বেড়ায় ব্যাট দিয়ে আঘাত করেন মাহমুদউল্লাহ। এতে ম্যাচ ফির ১০ শতাংশ জরিমানা করা হয়েছে বাংলাদেশের অভিজ্ঞ ক্রিকেটার মাহমুদউল্লাহকে। পাশাপাশি ১টি ডিমেরিট পয়েন্টও যোগ হয়েছে তার নামের পাশে। শাস্তি মেনে নেওয়ায় আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন পড়েনি।

এদিকে, একই ম্যাচে স্লেজিং করার অপরাধে জরিমানা গুনতে হচ্ছে নিউজিল্যান্ডের ফাস্ট বোলার ট্রেন্ট বোলকেও। আইসিসি তার ম্যাচ ফি’র ১৫ শতাংশ জরিমানা করে, পাশাপাশি তারও যোগ হয়েছে এক ডিমেরিট পয়েন্ট।তিনিও শাস্তি মেনে নেওয়ায় কোনো শুনানিতে যেতে হয়নি।

২০১৬ সালের সেপ্টেম্বরে আচরণবিধির নতুন নিয়ম চালু হওয়ার পর দুজনেরই এটি প্রথম শাস্তি।

বিডি প্রতিদিন/এনায়েত করিম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর