১৮ ফেব্রুয়ারি, ২০১৯ ০২:৫৭

ঘরের মাঠেও হারে রিয়াল মাদ্রিদ!

অনলাইন ডেস্ক

ঘরের মাঠেও হারে রিয়াল মাদ্রিদ!

সংগৃহীত ছবি

স্প্যানিশ লা লিগায় ঘরের মাঠে জিরোনার কাছে ২-১ গোলে হেরে গেছে রিয়াল মাদ্রিদ। এ হারের ফলে লিগে শীর্ষে থাকা বার্সেলোনার চেয়ে ৯ পয়েন্ট পিছিয়ে পড়েছে রিয়াল। 

রবিবার সান্তিয়াগো বার্নাব্যুতে ২-১ গোলে হেরে শিরোপার দৌড়ে অনেকটা ছিটকে গেল সান্তিয়াগো সোলারির শিষ্যরা। 
১৭তম স্থানে থাকা জিরোনার কাছে হেরে লিগে আবার তৃতীয়স্থানে চলে গেছে রিয়াল।

ঘরের মাঠে বেশ আক্রমণাত্মক শুরু করেছিল রিয়াল। কিন্তু একের পর এক আক্রমণ করেও গোলের দেখা পেতে ২৫ মিনিট লেগেছে তাদের। ক্রুসের এক ক্রস বক্সে উড়ে এলে দারুণ এক হেডে দলকে এগিয়ে দিয়েছেন এই মিডফিল্ডার। এরপরও আক্রমণের গতি কমেনি রিয়ালের। কিন্তু একের পর এক সুযোগ সৃষ্টি করেও গোলের মুখ আর খুলতে পারেনি তারা। এটাই শেষ পর্যন্ত কাল হয়েছে তাদের।

দ্বিতীয়ার্ধের শুরুতেও রিয়ালের প্রতাপ ছিল। কিন্তু ধীরে ধীরে ম্যাচে ফিরেছে জিরোনা। ৬৩ মিনিটে রামোস হাত দিয়ে বল আটকালে পেনাল্টি পায় জিরোনা। সেখান থেকে দলকে সমতায় ফিরিয়েছেন জিরোনার উরুগুইয়ান স্ট্রাইকার স্টুয়ানি। 

এদিকে ম্যাচের ৭৫ মিনিটে কাসেমিরোর কাছ থেকে মাঝমাঠে বল কেড়ে নেন ডগলাস লুইজ। লুইজের কাছ থেকে বল পেয়ে লোজানো যে শট নিয়েছিলেন সেটা ফিরিয়ে দিয়েছিলেন কোর্তোয়া। কিন্তু ফিরতি বল অনায়াসে জালে পাঠিয়েছেন পর্তু। এরপর বহু চেষ্টা করেও ম্যাচে ফিরতে পারেনি রিয়াল।

এদিকে ম্যাচের শেষ সময়ে ৯০ মিনিটে বাইসাইকেল কিক মারতে গিয়ে দ্বিতীয় হলুদ কার্ড দেখেন রামোস। দলের হারের সঙ্গে অধিনায়কের আরেকটি লাল কার্ডও দেখতে হলো রিয়ালকে।

চলতি আসরে রিয়ালের সপ্তম হার এটি। আগামী ২ মার্চ লা লিগায় চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার মুখোমুখি হবে তারা। এর আগে ২৭ ফেব্রুয়ারি বার্নাব্যুতে কোপা দেল রের সেমি-ফাইনালের ফিরতি লেগেও রিয়ালের প্রতিপক্ষ বার্সেলোনা।

লিগে ২৪ ম্যাচে ১৪ জয় ও তিন ড্রয়ে ৪৫ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে রিয়াল। বার্সেলোনার সংগ্রহ ৫৪ পয়েন্ট। ৪৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে আতলেতিকো মাদ্রিদ।


বিডি-প্রতিদিন/বাজিত হোসেন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর