১৮ ফেব্রুয়ারি, ২০১৯ ১০:০৯

'যুদ্ধ' চেয়ে গম্ভীরের টুইট, অদ্ভুত প্রতিক্রিয়া আফ্রিদির!

অনলাইন ডেস্ক

'যুদ্ধ' চেয়ে গম্ভীরের টুইট, অদ্ভুত প্রতিক্রিয়া আফ্রিদির!

ফাইল ছবি

পুলওয়ামায় সিআরপিএফ কনভয়ে জঙ্গি হামলার ঘটনায় রাগে ক্ষোভে ফুঁসছে গোটা ভারত। সন্ত্রাসবাদ নির্মুলের সমবেত দাবি তোলার পাশাপাশি নিহত সেনাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপণ ও তাদের পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছে সকলেই। ব্যতিক্রমী নয় ভারতীয় ক্রিকেটমহল।

একযোগে এমন ঘৃন্য ঘটনার নিন্দা করার পাশাপাশি নিহত সেনা পরিবারের পাশে দাঁড়ানোর প্রচেষ্টা চোখে পড়েছে ভারতীয় ক্রিকেটমহলের তরফে। সোশ্যাল মিডিয়ায় ভারতীয় ক্রিকেটাররা পাকিস্তানি মদতপুষ্ট জঙ্গিদের ধিক্কার জানালেও অত্যন্ত আগ্রাসী ছিলেন টিম ইন্ডিয়ার সাবেক ওপেনার তথা কলকাতা নাইট রাইডার্সের সাবেক অধিনায়ক গৌতম গম্ভীর। তিনি যুদ্ধক্ষেত্রে পাকিস্তানকে জবাব দেওয়ার দাবি জানিয়েছেন।

অত্যন্ত আগ্রাসী ভঙ্গিতে গম্ভীর টুইট করে জানান, ‘কথা বলা যাক বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে। আলোচনা হোক পাকিস্তানের সঙ্গে। তবে সেই আলোচনা টেবিলে নয়। বরং হোক যুদ্ধক্ষেত্রেই। অনেক হয়েছে আর নয়।’

গম্ভীরের এমন যুদ্ধংদেহী মনোভাব নিয়ে সাবেক পাকিস্তানি অধিনায়ক শাহিদ আফ্রিদিকে প্রশ্ন করা হলে প্রাথমিক প্রতিক্রিয়ায় তিনি গম্ভীরের কুশল সংবাদ জানতে চান। তবে গৌতমের মন্তব্য বা পুলওয়ামা জঙ্গি হামলা নিয়ে একটি শব্দও খরচ করেননি। স্পষ্টতই বিতর্ক এড়িয়ে যাওয়ার মানসিকতা চোখে পড়ে পাকিস্তানেক তারকা অলরাউন্ডারের মধ্যে৷

আফ্রিদি এই মুহূর্তে শোয়েব মালিকের নেতৃত্বাধীন মুলতান সুলতানসের হয়ে পাকিস্তান সুপার লিগ খেলতে ব্যস্ত। ইসলামাবাদ ইউনাইটেডের বিরুদ্ধে ম্যাচের শেষে মাঠ ছেড়ে টিম বাসে ওঠার সময় আফ্রিদির কাছে গম্ভীর প্রসঙ্গে তার মতামত জানতে চাওয়া হয়। প্রশ্নকর্তা সাংবাদিক আফ্রিদিকে বলেন, ‘গম্ভীর প্রসঙ্গে আপনার কী মত?’ ঘুরে দাঁড়িয়ে আফ্রিদি পাল্টা প্রশ্ন করে বসেন, ‘কী হয়েছে ওর?’ পরে প্রশ্নকর্তা যুদ্ধের প্রসঙ্গ উত্থাপণ করতেই কোনও কথা না বলে টিম বাসে উঠে যান পাক তারকা৷

এর আগেও কাশ্মীর প্রসঙ্গে টুইট নিয়ে আফ্রিদির সঙ্গে দ্বন্দ লেগেছিল গম্ভীরের। এবার গৌতমের এমন গম্ভীর প্রসঙ্গ নিয়ে কোনও মন্তব্য করতে রাজি হলেন না আফ্রিদি।


বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ তাফসীর

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর