১৮ ফেব্রুয়ারি, ২০১৯ ১৫:০৩

ডিপিএলে কে কোন দলে?

অনলাইন ডেস্ক

ডিপিএলে কে কোন দলে?

আগামী ২৫ ফেব্রুয়ারি শুরু হতে যাচ্ছে ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল)। এবার আসরে ওয়ানডে ও টি-টোয়েন্টি দুই সংস্করণেই খেলা হবে।

আসছে ২৫ ফেব্রুয়ারি শুরু হবে টি-টুয়েন্টি লিগ। আর ওয়ানডে লিগ শুরু হবে আগামী ৮ মার্চ।

ডিপিএলে এবার শেখ জামাল ধানমন্ডি ক্লাবের হয়ে খেলবেন মাহমুদউল্লাহ রিয়াদ। পেসার বিস্ময় মোস্তাফিজুর রহমান রহমান মাঠ কাঁপাবেন শাইনপুকুর ক্রিকেট ক্লাবের হয়ে।

গত আসরে পাঁচটি সেঞ্চুরি করে রেকর্ড গড়া মোহাম্মদ আশরাফুল খেলবেন মোহামেডান স্পোর্টিং ক্লাবের হয়ে। সাদা-কালো শিবিরে খেলবেন গত আসরের সর্বোচ্চ রান সংগ্রাহক লিটন দাস।

সাকিব-তামিম-মুশফিক ডিপিএল খেলতে অনাগ্রহী। পঞ্চপান্ডপের বাকি দুই ক্রিকেটার মাশরাফি বিন মর্তুজা ও মাহমুদউল্লাহই এবারের সবচেয়ে দামী ক্রিকেটার। ওয়ানডে অধিনায়ককে রিটেইন করে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আবাহনী। আর মাহমুদউল্লাহকে ড্রাফট থেকে নেয় শেখ জামাল।

বিপিএলে রংপুর রাইডার্সের হয়ে খেলা তরুণ লেগস্পিনার মিনহাজুল আবেদিন আফ্রিদি দল পেয়েছেন। তাকে নিয়েছে শেখ জামাল। ওয়ানডে দলে থাকা রুবেল, মিঠুন, মিরাজ সাইফউদ্দিনকে নিয়ে শক্তিশালী দল গড়েছে আবাহনী।

আবাহনী লিমিটেড: মাশরাফী বিন মোর্ত্তজা, মোসাদ্দেক হোসেন, নাজমুল হোসেন শান্ত, রুবেল হোসেন, জহুরুল ইসলাম অমি, দেলোয়ার হোসেন, মেহেদী হাসান মিরাজ, টিপু সুলতান, মোহাম্মদ মিঠুন, মোহাম্মদ সাইফউদ্দিন,

শেখ জামাল ধানমণ্ডি ক্লাব: জিয়াউর রহমান, নুরুল হাসান সোহান, তানবীর হায়দার, নাসির হোসেন, মোহাম্মদ ইলিয়াস, মো: শহিদুল ইসলাম, ইমতিয়াজ হোসেন তান্না, তাইজুল ইসলাম, ফারদিন হাসান অনি, মাহমুদউল্লাহ রিয়াদ, আনামুল হক, সালাউদ্দিন শাকিল, রাকিন আহমেদ, সৈয়দ খালেদ আহমেদ, মিনহাজুল আবেদিন আফ্রিদি

লিজেন্ডস অব রূপগঞ্জ: নাঈম ইসলাম, নাঈম শেখ, আসিফ হাসান, মুমিনুল হক, জাকির আলী অনিক, মোহাম্মদ শহিদ, শাহরিয়ার নাফীস, নাবিল সামাল, আসিফ আহমেদ রাতুল, আজমীর আহমেদ, শুভাশীষ রায় চৌধুরী, মুক্তার আলী, মিনহাজুর রহমান, সালাউদ্দিন পাপ্পু

প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাব: ফরহাদ রেজা, মার্শাল আইয়ুব, আরাফাত সানি, তাইবুর রহমান পারভেজ, সাইফ হাসান, মো: সৈকত আলী, মাহমুদুল হাসান লিমন, আবু জায়েদ রাহি, মো: জসিমউদ্দিন, এনামুল হক জুনিয়র, মো: ফরহাদ হোসেন, আরাফাত সানি জুনিয়র

খেলাঘর সমাজ কল্যাণ সমিতি: রবিউল ইসলাম রবি, মাহিদুল ইসলাম অঙ্কন, তানভির ইসলাম, রবিউল হক, মঈনুল ইসলাম সোহেল, অমিত মজুমদার, মো: মাসুম খান, রাফসান আল মাহমুদ, মো: নাজিম উদ্দিন, আব্দুল হালিম

গাজী গ্রুপ ক্রিকেটার্স: ইমরুল কায়েস, মেহেদি হাসান, আবু হায়দার রনি, রনি তালুকদার, শামসুর রহমান শুভ, মোশাররফ হোসেন রুবেল, কামরুল ইসলাম রাব্বি, আল-আমিন হোসেন, রায়হান উদ্দিন, শামসুল ইসলাম অনিক, মেহেদী হাসান রানা, তাসামুল হক রুবেল, ওয়ালিউল করিম রনি

মোহামেডান স্পোর্টিং ক্লাব: রকিবুল হাসান, কাজি অনিক ইসলাম, ইরফান শুক্কুর, আব্দুল মজিদ, শফিউল ইসলাম, নিহাদুজ্জামান, নাদিফ চৌধুরী, সোহাগ গাজী, অভিষেক মিত্র, লিটন দাস, আলাউদ্দিন বাবু, রাহাতুল ফেরদৌস, মোহাম্মদ আশরাফুল, মোহাম্মদ আজিম নুরুজ্জামান

প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব: আরিফুল হক, জাকির হাসান, মোহাম্মদ আল আমিন, এনামুল হক বিজয়, অলক কাপালি, আব্দুর রাজ্জাক, নাহিদুল ইসলাম, মোহর শেখ অন্তর, মো: আল আমিন হোসেন (২), মনির হোসেন খান, মো: সালমান হোসেন ইমন, নাঈম হাসান, নাজমুল হোসেন মিলন, নূর আলম সাদ্দাম, ইমরান আলী।

শাইনপুকুর ক্রিকেট ক্লাব: শুভাগত হোম, আফিফ হোসেন, তৌহিদ হৃদয়, সৌম্য সরকার, সোহরাওয়ার্দী শুভ, ধিমান ঘোষ, শরিফুল ইসলাম, মো: রাকিব, সাব্বির হোসেন, মোস্তাফিজুর রহমান, সাদমান ইসলাম অনিক

ব্রাদার্স ইউনিয়ন: জুনায়েদ সিদ্দিক, মিজানুর রহমান, ইয়াসির আলি চৌধুরি, ফজলে রাব্বি মাহমুদ, মো: শরিফউল্লাহ, নাঈম ইসলাম জুনিয়র, ইবাদত হোসেন চৌধুরী, হামিদুল ইসলাম হিমেল, আশিকুজ্জামান আশিক, হাবিবুর রহমান জনি

উত্তরা স্পোর্টিং ক্লাব: নাজমুল ইসলাম অপু, সাব্বির রহমান, সানজামুল ইসলাম, তানজিদ হাসান তামিম, মিনহাজ খান রিফাত, শাকির হোসেন শুভ্র, সাজ্জাদ হোসেন, জাহাঙ্গীর আলম, শেখ হুমায়ন, মোহাইনুল খান

বিকেএসপি: শামিম হোসেন, আকবর আলি, পারভেজ হোসেন, মাহমুদ হাসান জয়, মুকিদুল ইসলাম, সুমন খান, আমিনুল ইসলাম বিপ্লব, রাতুল খান, আব্দুল কাইয়ুম, হাসান মুরাদ

বিডি প্রতিদিন/কালাম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর