২০ ফেব্রুয়ারি, ২০১৯ ০৬:২৫

বার্সেলোনার সঙ্গে গোলশূন্য ড্র করলো অলিম্পিক লিওঁ

অনলাইন ডেস্ক

বার্সেলোনার সঙ্গে গোলশূন্য ড্র করলো অলিম্পিক লিওঁ

সংগৃহীত ছবি

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে শেষ ষোলোর প্রথম লেগে লা লিগার চ্যাম্পিয়ন বার্সেলোনার সঙ্গে গোলশূন্য ড্র করেছে লিগ ওয়ানের দল অলিম্পিক লিওঁ। মঙ্গলবার রাতের ড্রয়ের ফলে চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে শেষ পাঁচ ম্যাচের চারটিতে ড্র করল বার্সেলোনা। 

প্রতিপক্ষের মাঠে ম্যাচের তৃতীয় মিনিটে ডি-বক্সের বাইরে লিওনেল মেসি ফাউলের শিকার হন। যার ফলে ফ্রি কিক পায় বার্সেলোনা। কিন্তু আর্জেন্টাইন এই ফরোয়ার্ডের শট ক্রসবারের ওপর দিয়ে যায়। নবম মিনিটে ভাগ্য সহায় হয় বার্সেলোনার। ডি-বক্সের বাইরে থেকে ফরাসি মিডফিল্ডার তেয়ায়ির জোরালো শট ঝাঁপিয়ে পড়া টের স্টেগেনের গ্লাভসে ছুঁয়ে ক্রসবারে লেগে ফিরে। 

দ্বিতীয়ার্ধেও নিজেদের রক্ষণ জমাট রেখে মাঝে মধ্যে পাল্টা আক্রমণে উঠছিল লিওঁ। বার্সেলোনার হতাশা বাড়ে ৬২তম মিনিটে লুইস সুয়ারেসের শট গোলরক্ষক কর্নারের বিনিময়ে ফেরালে। শেষ দিকে একাধিক আক্রমণ করলেও কাঙ্ক্ষিত গোলের দেখা পায়নি বার্সেলোনা। 

যার ফলে হতাশা নিয়ে স্পেনে ফিরতে হচ্ছে বার্সাকে। আগামী ১৩ মার্চে ফিরতি লেগে নিজেদের মাঠ কাম্প নউয়ে হওয়াতে এবারও শেষ আটের আশা ভালোভাবে টিকে আছে বার্সেলোনার। ঘরের মাঠে লিঁও’কে হারাতে তাই নতুন কোনো ফন্দি আঁটতে হবে বার্সা কোচ আর্নেস্তো ভেলভার্দেকে।

 

বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ তাফসীর

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর