২০ ফেব্রুয়ারি, ২০১৯ ১০:৩৫

বায়ার্নের সাথে লিভারপুলের ড্র

অনলাইন ডেস্ক

বায়ার্নের সাথে লিভারপুলের ড্র

সংগৃহীত ছবি

চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর প্রথম লেগের ম্যাচে স্বাগতিক লিভারপুলের সঙ্গে গোল শুন্য ড্র করেছে বায়ার্ন মিউনিখ। এদিন, ম্যাচে গোল করার চেষ্টা না করে রক্ষণ সামলাতেই বেশি দেখা গেছে নিকো কোভাসিচের শিষ্যদের। তবে বায়ার্ন গোল না দিতে পারায় কিছুটা উপকারই হয়েছে ক্লপের শিষ্যদের। অন্তত অ্যালিয়েঞ্জ অ্যারেনায় তিন সপ্তাহ পর লিভারপুল ১-১ গোলে ড্র করলেও অ্যাওয়ে গোল না পাওয়ায় সেখানে বাদ পড়তে হবে বায়ার্নকে।

অ্যানফিল্ডে বুধবার ম্যাচের ১২ মিনিটেই দারুণ সুযোগ পেয়ে যায় লিভারপুল। আক্রমণ থেকে বল পেয়ে বায়ার্ন ডিফেন্সের উপর দিয়ে বল তুলে দিয়েছিলেন লিভারপুলের হেন্ডারসন। সেখানে থাকা ফরোয়ার্ড মোহামেদ সালাহ তাতে পা লাগিয়েছিলেন ঠিকই, কিন্তু শটে বায়ার্ন গোলরক্ষক ম্যানুয়্যেল নয়্যারকে পরাস্ত করতে যথেষ্ট জোর ছিল না।

কয়েক সেকেন্ড পরে কেইতার কাছ থেকে বল পেয়েও পোস্টের বাইরে মেরে সুযোগ নষ্ট করেন লিভারপুলের সেনেগালিজ তারকা সাদিও মানে। ১ মিনিট পরেই পাল্টা আক্রমণ শানায় বায়ার্ন। এবার লিভারপুলের ডিফেন্সের ভুলে বল পেয়ে যান বায়ার্নের পোলিশ তারকা রবার্ট লেভানডভস্কি। কিন্তু তার শট বুক দিয়ে ঠেকিয়ে দেন লিভারপুলের ব্রাজিলিয়ান গোলরক্ষক আলিসন।

দ্বিতীয়ার্ধে গোলের জন্য দুই দলই মরিয়া হয়ে উঠে। তবে গোল রক্ষকের দক্ষতায় কোন দলই আর গোল দিতে পারেনি।

এবার নিয়ে ইউরোপীয় প্রতিযোগিতায় অ্যানফিল্ড স্টেডিয়াম থেকে টানা তিন ম্যাচে গোলশুন্য ড্র নিয়ে ফিরলো বায়ার্ন মিউনিখ। অন্যদিকে সবধরনের ইউরোপীয় প্রতিযোগিতা মিলিয়ে টানা ২০ মাচ অপরাজিত রইলো লিভারপুল।  


বিডি প্রতিদিন/ ওয়াসিফ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর