২০ ফেব্রুয়ারি, ২০১৯ ১৬:১৬

বিশ্বকাপে ইংল্যান্ড ও ভারতকে এগিয়ে রাখছেন গিবস

অনলাইন ডেস্ক

বিশ্বকাপে ইংল্যান্ড ও ভারতকে এগিয়ে রাখছেন গিবস

আগামী ৩০ মে থেকে ১৪ জুলাই ইংল্যান্ড অ্যান্ড ওয়েলসে অনুষ্ঠিত হবে ৫০ ওভার ফর্মেটের ক্রিকেট বিশ্বকাপ। আসন্ন এই বিশ্বকাপের শিরোপা জয়ে ভারত এবং স্বাগতিক ইংল্যান্ডকে ফেবারিট মনে করছেন দক্ষিণ আফ্রিকা দলের সাবেক ওপেনিং ব্যাটসম্যান হার্শেল গিবস।

স্থানীয় একটি সুপার ওভার ক্রিকেট লীগের উদ্বোধনকালে ৪৪ বছর বয়সী গিবস বলেন, ‘এটা একদম পরিষ্কার। বিশ্বকাপের ফেবারিট দুই দল ভারত ও ইংল্যান্ড। তবে সেমিফাইনাল খেলা অপর দুই দল হতে পারেন কারা? এটা বলা কঠিন। অনেক কিছুই নির্ভর করে ইংল্যান্ডের আবহাওয়ার ওপর। এ টুর্নামেন্টে একটা বড় ভূমিকা রাখবে বোলিং আক্রমণ।’

দক্ষিণ আফ্রিকার সম্ভাবনা সম্পর্কে জানতে চাইলে গিবস বলেন, এখানে কেবল এবি ডি ভিলিয়ার্সের অনুপস্থিতিই গুরুত্বপূর্ণ নয়, দলে মান সম্পন্ন অলরাউন্ডারেরও অভাব রয়েছে।

তিনি বলেন, ‘এবিডি থাকলে আমরা সব সময়ই ভাল দল। আমাদের দলে আছে ফাফ ডু প্লেসিস এবং কুইন্টন ডি কক। দক্ষিণ আফ্রিকা দলের একমাত্র সমস্যা একজন ভাল অলরাউন্ডার না থাকা।

আইসিসি চেয়ারম্যান সম্প্রতি টেস্ট ক্রিকেটের ভবিষ্যত নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন। তবে এ বিষয়ে দ্বিমত পোষণ করেন গিবস।
তিনি বলেন, ‘টেস্ট ক্রিকেট এখনো শক্ত অবস্থানে আছে। আমি বুঝতে পারছি না- জনগণ কেন বলছে আপনাকে এটার পুনর্জাগরণ ঘটাতে হবে। চার দিনে টেস্ট ম্যাচ শেষ হয়ে যাওয়ার বড় একজন সমর্থক আমি। পুরো পাঁচ দিন এটা চলার কোনো প্রয়োজন নেই।’
তবে ৯০ টেস্ট ২৪৮ ওয়ানডে খেলার অভিজ্ঞতা সম্পন্ন এ ক্রিকেটার লংগার ভার্সনে ব্যাটসম্যানদের আরও চ্যালেঞ্জের মুখোমুখি হতে দেখতে চান।

ডান হাতি এ ড্যাশিং ব্যাটসম্যান বলেন, ‘ওয়ানডে ও টি-২০ ক্রিকেট ব্যাটসম্যানদের জন্য সহজ। টেস্ট ক্রিকেটের লড়াইয়ে তাদের টিকে থাকতে হলে চ্যালেঞ্জ নিতে হবে। পিচে টার্ন থাকলে কখনো কখনো টেস্ট ম্যাচ দুই দিনেই শেষ হয়ে যায়। তাতে আমি কিছু মনে করি না।’

বিডি প্রতিদিন/এনায়েত করিম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর