২১ ফেব্রুয়ারি, ২০১৯ ১০:৩৩

শালকের বিপক্ষে রোমাঞ্চকর জয় পেল সিটি

অনলাইন ডেস্ক

শালকের বিপক্ষে রোমাঞ্চকর জয় পেল সিটি

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার-ফাইনালে ওঠার লড়াইয়ে শালকের বিপক্ষে রোমাঞ্চকর জয় পেয়েছে ম্যানচেস্টার সিটি। সব প্রতিযোগিতা মিলিয়ে এটি ইংলিশ চ্যাম্পিয়নদের টানা পঞ্চম জয়।

বুধবার রাতে শালকের মাঠে ম্যাচটি ৩-২ ব্যবধানে জেতে সিটি। আগামী ১২ মার্চে ইতিহাদ স্টেডিয়ামে ফিরতি লেগে মুখোমুখি হবে দুই দল। 

ম্যাচে শালকের গোলরক্ষকের ভুলের ‍সুযোগ কাজে লাগিয়ে সিটিকে এগিয়ে নিলেন আগুয়েরো। কিন্তু পরে দুটি পেনাল্টি থেকে গোল হজম করে হারতে বসেছিল সিটি। তবে শেষ দিকে লেরয় সানে ও রাহিম স্টার্লিংয়ের গোলে রোমাঞ্চকর জয় নিয়ে মাঠ ছাড়ে পেপ গার্দিওয়ালার দল।

ম্যাচে ১৯তম মিনিটে এগিয়ে যায় গোলরক্ষকের বাজে ভুলের সুযোগ কাজে লাগায় সিটি। সতীর্থের ব্যাক পাস থেকে পাওয়া বল রালফ ফারমান দুর্বল শটে বাড়ান সানের উদ্দেশে। তার পেছনে থাকা সিলভা দ্রুত দৌড়ে এসে বলের নিয়ন্ত্রণে নিয়ে দেন আগুয়েরোকে। নিখুঁত টোকায় জাল খুঁজে নেন ছন্দে থাকা আর্জেন্টিনার তারকা ফরোয়ার্ড।

ফাউলের কল্যাণে ৩৮তম মিনিটে সফল স্পট কিকে শালকেকে সমতায় ফেরান নাবিল বেন্তালেব। দানিয়েল কালিগিরির শট ডি-বক্সের ভেতরে সিটির ডিফেন্ডার নিকোলাস ওটামেন্দির হাত ছুঁয়ে দূরের পোস্ট দিয়ে বেরিয়ে গেলে পেনাল্টি আবেদন করে স্বাগতিকরা। ভিএআরের সাহায্য নিয়ে স্পট কিকের সিদ্ধান্ত দেন রেফারি; যদিও দেখা যায় ওটামেন্দি হাত পেছনে নেওয়ার চেষ্টা করলেও বল ঠিকই লেগে যায়।

৬৩তম মিনিটে গুইডোকে ফাউল করে দ্বিতীয় হলুদ কার্ড দেখেন ওটামেন্দি। এর পরই মিডফিল্ডার সিলভাকে তুলে নিয়ে রক্ষণের শক্তি ধরে রাখতে ভিনসেন্ট কম্পানিকে নামান গার্দিওলা।

৭৪তম মিনিটে ডি-বক্সের একটু ওপর থেকে কেভিন ডি ব্রুইনের ফ্রি কিক প্রতিপক্ষের এক খেলোয়াড়ের পায়ে লেগে পোস্ট ঘেঁষে বেরিয়ে গেলে সিটির হতাশা বাড়ে।  ৮৪তম মিনিটে সানের ফ্রি কিক জালে জড়ালে সমতা ফিরে ম্যাচে।

৯০তম মিনিটে গোলরক্ষক এদেরসনের লম্বা করে বাড়ানো বল ধরে ডান দিক দিয়ে ডি-বক্সে ঢুকে নিখুঁত শটে সিটিকে এগিয়ে নেন স্টার্লিং। বাকি সময়টুকু পার করে দিয়ে দারুণ জয় নিয়ে মাঠ ছাড়ে দলটি।


বিডি-প্রতিদিন/বাজিত হোসেন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর