২১ ফেব্রুয়ারি, ২০১৯ ১২:৪৩

'আল্লাহ চকবাজারে যেন আর মৃত সংখ্যা না বাড়ে'

অনলাইন ডেস্ক

'আল্লাহ চকবাজারে যেন আর মৃত সংখ্যা না বাড়ে'

রুবেল হোসেন (ফাইল ছবি)

রাজধানীর চকবাজার এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ব্যাপক প্রাণহানি ঘটেছে। রাত থেকে একের একের মরদেহ উদ্ধার করতে থাকে ফায়ার সার্ভিসের কর্মীরা। গোটা জাতিকে নাড়িয়ে দেয়ার এই ঘটনা হৃদয় ছুঁয়ে গেছে বাংলাদেশ জাতীয় দলের তারকা পেসার রুবেল হোসেনের। মর্মান্তিক এই অগ্নিকাণ্ডে এখন পর্যন্ত ৭০ জনের মৃত্যু নিশ্চিত হওয়া গেছে। মৃত্যুর মিছিল যেন আর লম্বা না হয়, সেজন্য মহাল আল্লাহর কাছে আকুতি জানিয়েছেন তিনি।

ফেসবুকে রুবেল হোসেন লিখেছেন, ''ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন...। আল্লাহ চকবাজারে যেন আর মৃত সংখ্যা না বাড়ে। চকবাজারের ভয়াবহ অগ্নিকাণ্ডে যে সমস্ত মানুষ মারা গেছে মহান আল্লাহ যেন সবাইকে জান্নাত নসিব করেন...। হে আল্লাহ আপনি নিহতদের পরিবারের সবাইকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন। আমিন''

এদিকে, পৃথক আরেকটি স্টাটাসে রক্ত দিতে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, ''এই মুহূর্তে যারা ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনার বা এর আশেপাশে অবস্থান করছেন তারা দয়া করে ঢাকা মেডিকেলে চলে যান। চক বাজার অগ্নিকাণ্ডে আহতদের জন্য প্রচুর রক্ত লাগছে। চলুন রক্ত দিয়ে অর্জিত এই ভাষা দিবসে রক্ত দিয়ে জীবন বাঁচাই।''

বিডি-প্রতিদিন/২১ ফেব্রুয়ারি, ২০১৯/মাহবুব

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর