২২ ফেব্রুয়ারি, ২০১৯ ১১:০৪

বিশ্বকাপে নির্বাসিত হওয়ার শঙ্কায় ভারত

অনলাইন ডেস্ক

বিশ্বকাপে নির্বাসিত হওয়ার শঙ্কায় ভারত

ফাইল ছবি

আসন্ন বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ না খেললে নির্বাসিত হতে পারে ভারত। এমন আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না৷ ১৬ জুন ম্যাঞ্চেস্টারে ভারত-পাক মহারণ বিশ্বকাপের ইউএসপি। কিন্তু পুলওয়ামায় জঙ্গি হামলার পর বিশ্বকাপে পাকিস্তানের সঙ্গে ম্যাচ খেলা উচিত কিনা, তা নিয়ে বৈঠকে বসবে বিসিসিআই কর্মকর্তারা।

কিন্তু আশঙ্কা থাকছে বিশ্বকাপের মতো টুর্নামেন্টে ম্যাচ বয়কট করলে নির্বাসনের খাঁড়া ঝুলতে পারে ভারতের উপর। ভারতকে নির্বাসনে পাঠাতে পারে আইসিসি। বিসিসিআই'র এক কর্মকর্তা জানিয়েছেন, 'আমাদের দেখতে হয়ে পাকিস্তানকে বয়কট করে আমরা যেন নির্বাসিত না হই। পাশাপাশি অনেকেই মনে করেন ম্যাচ বয়কট করার অর্থ পাকিস্তানকে ওয়াকওভার দিয়ে দেওয়া। সুতরাং আমাদের ভেবেচিন্তে সবকিছু করতে হবে'

তবে রেকর্ড বলছে, কার্গিল যুদ্ধ চলার সময়ও ১৯৯৯ বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে খেলেছে ভারত। ১৯৯৯ বিশ্বকাপও হয়েছিল ইংল্যান্ডের মাটিতে। শুধু তাই নয়, এই ম্যাঞ্চেস্টারেই হয়েছিল ভারত-পাকিস্তান লড়াই। সেবার ৪৭ রানে ম্যাচ জিতে পাকিস্তানের বিরুদ্ধে বিশ্বকাপে জয়ের ধারা বজায় রেখেছিল মোহম্মদ আজহারউদ্দিনের ভারত।


বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ তাফসীর

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর