২২ ফেব্রুয়ারি, ২০১৯ ১৬:৩৭

বিশ্বকাপের সেরা বাংলাদেশ একাদশ নির্বাচন, স্থান পেলেন যারা

অনলাইন ডেস্ক

বিশ্বকাপের সেরা বাংলাদেশ একাদশ নির্বাচন, স্থান পেলেন যারা

বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশ প্রথমবার অংশগ্রহণ করে ১৯৯৯ সালে। এরপর থেকে এখন পর্যন্ত পাঁচবার ক্রিকেটবিশ্বের সবচেয়ে বড় আসরে অংশ নিয়েছেন টাইগাররা। এই পাঁচ আসরের পারফরম্যান্সকে বিবেচনা করে ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফো বিশ্বকাপের সেরা বাংলাদেশ একাদশ নির্বাচন করেছে।

ইএসপিএন ক্রিকইনফো যে একাদশ নির্বাচন করেছেন সেই একাদশে স্থান পাওয়া ক্রিকেটারদের মধ্যে আটজনই এখন খেলছেন। দলের নেতৃত্বে রয়েছেন বাংলাদেশ দলের ওয়ানডে বর্তমান অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। উইকেটরক্ষক-ব্যাটসম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন মুশফিকুর রহিম। 

একাদশে জায়গা পেয়েছেন মিনহাজুল আবেদিন নান্নু এবং খালেদ মাহমুদ সুজন। মোহাম্মদ আশরাফুল ও ইমরুল কায়েসও আছেন এই দলে। স্থান পেয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ ও তামিম ইকবাল। মোহাম্মদ রফিক, সাকিব আল হাসান ও রুবেল হোসেনও আছেন একাদশে। 

বিশ্বকাপের সেরা বাংলাদেশ একাদশ-

তামিম ইকবাল, ইমরুল কায়েস, মাহমুদউল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, মিনহাজুল আবেদিন নান্নু, মোহাম্মদ আশরাফুল, খালেদ মাহমুদ সুজন, মোহাম্মদ রফিক, মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক) ও রুবেল হোসেন।


বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ তাফসীর

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর