Bangladesh Pratidin || Highest Circulated Newspaper
শিরোনাম
প্রকাশ : ২৩ ফেব্রুয়ারি, ২০১৯ ০৬:৫৭

মেয়ের কাছ থেকে ‘বিশেষ উপহার’ পেলেন সৌরভ-ডোনা

অনলাইন ডেস্ক

মেয়ের কাছ থেকে ‘বিশেষ উপহার’ পেলেন সৌরভ-ডোনা

বিবাহিত জীবনের বাইশ গজে ২২ বছর ব্যাটিং সৌরভের। বৃহস্পতিবার ছিল সৌরভ ও ডোনার বিবাহিত জীবনের ২২ বছর পূর্তি। বিবাহবার্ষিকীর বিশেষ দিনে মেয়ে সানার কাছ থেকে বিশেষ উপহার পেয়েছেন তারা।

বাবা-মায়ের বিবাহবার্ষিকী উপলক্ষ্যে সৌরভ-ডোনার পুরনো দিনের এক ছবির আদলে কেক অর্ডার করেছিল সানা। সেই কেকের ছবি টুইটারে পোস্ট করে সারপ্রাইজ হওয়ার কথা লিখেছেন সৌরভ পত্নী ডোনা।
 
টুইটে আবেগতাড়িত ডোনা লেখেন, 'মেয়ের কীর্তি দেখে সত্যিই চমকে গেলাম! ২২তম বিবাহবার্ষিকীতে বিশেষ ছবির আদলে কেক উপহার মেয়ের। এই ছবি পুরনো অনেক স্মৃতি ফিরিয়ে দিল।' এই কেকের আরও একটি রহস্য রয়েছে।

উল্লেখ্য, ভারতীয় দলের অধিনায়ক হয়ে স্ত্রী ডোনার সঙ্গে এটিই প্রথম ছবি সৌরভের। সেই ছবির আদলেই কেক অর্ডার করে বিবাহবার্ষিকীতে সৌরভ-ডোনাকে চমকে দিয়েছে সানা।

বিডি প্রতিদিন/২৩ ফেব্রুয়ারি ২০১৯/আরাফাত


আপনার মন্তব্য