Bangladesh Pratidin || Highest Circulated Newspaper
শিরোনাম
প্রকাশ : ২৩ ফেব্রুয়ারি, ২০১৯ ১১:২২
আপডেট : ২৩ ফেব্রুয়ারি, ২০১৯ ১৪:৪০

মেসির চেয়ে এমবাপ্পের বিপক্ষে খেলা কঠিন: মার্সেলো

অনলাইন ডেস্ক

মেসির চেয়ে এমবাপ্পের বিপক্ষে খেলা কঠিন: মার্সেলো

ফুটবল বিশ্বের নতুন চমক ফরাসি ফরোয়ার্ড কিলিয়ান এমবাপ্পে। ধারাবাহিকভাবে পারফরমেন্স দেখিয়ে চলেছেন এই পিএসজি ফরোয়ার্ড। রাশিয়া বিশ্বকাপে জাতীয় দলের জার্সিতে চমক দেখানোর পর পিএসজি'র জার্সিতেও দুর্দান্ত ফর্মে এই তারকা। তারই জের ধরে লিঁওর ডিফেন্ডার মার্সেলো মনে করেন, চলতি মৌসুমে বার্সেলোনা তারকা লিওনেল মেসির চেয়ে এমবাপ্পের বিপক্ষে খেলা কঠিন।

মেসি ও এমবাপের বিপক্ষে খেলার অভিজ্ঞতায় মার্সেলো ‘গোল’কে বলেছেন, ‘সাম্প্রতিক সময়ে আমি যেসব খেলোয়াড়ের বিপক্ষে খেলেছি তারা খুবই শীর্ষ পর্যায়ে রয়েছে।’

‘এই মৌসুমে এমবাপ্পের বিপক্ষে খেলতে আমাকে অনেক পরিশ্রম করতে হয়েছে। মেসি খুব ভালো খেলেনি (মঙ্গলবার), কিন্তু এমবাপ্পের গতি, অবস্থান এবং ওর সঙ্গে সরাসরি মোকাবেলার ক্ষেত্রে ও সবচেয়ে কঠিন ছিল।’

দ্রতই এমবেপ্পের বিশ্বের সেরা খেলোয়াড় হওয়ার সম্ভাবনা রয়েছে বলে মনে করেন ৩১ বছর বয়সি ব্রাজিলিয়ান ডিফেন্ডার, ‘আমি মনে করি এটি একটি দারুণ সম্ভাবনা যে শিগগিরই ও বিশ্বের সেরা হয়ে উঠবে। মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদোর সঙ্গে তুলনা করলে কিছু জায়গায় ওকে উন্নতি করতে হবে। তবে ও খুব দ্রতই বিকশিত হচ্ছে।’


বিডি প্রতিদিন/ ওয়াসিফ


আপনার মন্তব্য