২৪ ফেব্রুয়ারি, ২০১৯ ০৮:৪৬

অনিশ্চিত ভারত-পাকিস্তান ম্যাচ, নেলসন ম্যান্ডেলার উদাহরণ দিল পিসিবি

অনলাইন ডেস্ক

অনিশ্চিত ভারত-পাকিস্তান ম্যাচ, নেলসন ম্যান্ডেলার উদাহরণ দিল পিসিবি

ফাইল ছবি

পুলওয়ামায় জঙ্গি হামলার পর পাকিস্তানকে বয়কট করার পথে হাঁটছে ভারত। তার প্রচ্ছন্ন প্রভাব পড়েছে ক্রিকেটে। উত্তপ্ত পরিস্থিতিতে বিশ্বকাপে ভারত-পাক ম্যাচের ভবিষ্যত অনিশ্চিত হয়ে পড়েছে। ইতিমধ্যে আইসিসিকে নিরাপত্তা বিষয়ে উদ্বেগের কথা জানিয়ে চিঠি দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। তারপর থেকেই অস্থিরতা বেড়েছে পাকিস্তান ক্রিকেট মহলে।

খেলাধুলার সঙ্গে রাজনীতি জড়ানো উচিত নয়। এমন কথাই বলছে পাকিস্তান। পাকিস্তান ক্রিকেট বোর্ড-এর প্রধান এহসান মানি বলছেন, ''নেলসন ম্যান্ডেলার বলা কথাগুলো আরও একবার মনে করার সময় এসেছে। একজন রাজনীতিবিদের আওয়াজও ততটা যেতে পারে না, যতদূর পর্যন্ত খেলার আওয়াজ পৌঁছতে পারে! খেলার জগত আলাদা। রাজনীতিতে ইস্যু আলাদা। দু'টিকে মিলিয়ে ফেললে হবে না।'' 

পিসিবি প্রধানকে এদিন সাংবাদিকরা জিজ্ঞেস করেছিলেন, তাঁর সংস্থাকে বিসিসিআই কোন চিঠি পাঠিয়েছে কি না! তাঁর উত্তরে এহসান মানি বলেছেন, ''আমরা কোন চিঠি পাইনি। আর আমরা চিঠি পাবই বা কেন! যা জিজ্ঞেস করার আপনারা আইসিসির কাছে জানুন। বিসিসিআই ও আইসিসি যা ঠিক করবে করুক। তারপর আমরা আমাদের পরবর্তী পদক্ষেপ ঠিক করব। এখন পর্যন্ত আমাদের সঙ্গে কেউ যোগাযোগ করেনি।''


বিডি প্রতিদিন/ ওয়াসিফ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর