১৮ মার্চ, ২০১৯ ২১:৪৬

রফিকের পাশে নবী

অনলাইন ডেস্ক

রফিকের পাশে নবী

রফিক-নবী

টেস্ট ইতিহাসে নিজেদের দ্বিতীয় ম্যাচেই জয়ের দেখা পেল আফগানিস্তান। আয়ারল্যান্ডের বিপক্ষে আজ পাওয়া জয়টি আফগানদের কাছে ঐতিহাসিক বটে। এমন ম্যাচে একটি রেকর্ড গড়েছেন আফগানিস্তানের মোহাম্মদ নবী। 

আফগানদের হয়ে প্রথম টেস্ট-ওয়ানডে-টি-২০ ফরম্যাটে জয়ের সাক্ষী হলেন নবী। অবশ্য ক্রিকেট বিশ্বের এমন রেকর্ড মাত্র একবার হয়েছে। সেটি করেছেন বাংলাদেশের সাবেক বাঁ-হাতি স্পিনার মোহাম্মদ রফিক। তিনিও বাংলাদেশের প্রথম টেস্ট-ওয়ানডে-টি-২০ জয়ের ম্যাচে একাদশে ছিলেন।

১৯৯৮ সালে কেনিয়ার বিপক্ষে ওয়ানডেতে ৬ উইকেটে প্রথম জয় পেয়েছিল বাংলাদেশ। ওই ম্যাচে খেলেছিলেন রফিক। ম্যাচের সেরা খেলোয়াড়ও ছিলেন তিনি বল হাতে ১০ ওভারে ৫৬ রানে ৩ উইকেট নেন তিনি। এরপর ব্যাট হাতে ওপেনার হিসেবে নেমে তান্ডব চালিয়েছেন রফিক। ১১টি চার ও ১টি ছক্কায় ৮৭ বলে ৭৭ রান করেন তিনি।

২০০০ সালে অভিষেকের পর ২০০৫ সালে প্রথম টেস্ট জয়ের মুখ দেখে বাংলাদেশ। জিম্বাবুয়ের বিপক্ষে ২২৬ রানে জয় পায় টাইগাররা। ঐ ম্যাচে বাংলাদেশের একাদশে ছিলেন রফিক। ম্যাচে ব্যাট হাতে প্রথম ইনিংসে ৬৯ রান ও বল হাতে ৫ উইকেট নেন তিনি। দ্বিতীয় ইনিংসে অপরাজিত ১৪ ও বল হাতে উইকেট শূন্য ছিলেন রফিক।

বাংলাদেশ প্রথম টি-২০ ম্যাচ জিতে ২০০৬ সালে। জিম্বাবুয়েকে ৪৩ রানে হারায় তারা। ওই ম্যাচে ৫ বলে ১৩ রান ও বল হাতে ৪ ওভারে ২২ রানে ১ উইকেট নেন রফিক।

ওয়ানডেতে আফগানিস্তান প্রথম জয় পায় ২০০৯ সালে। বেনোনিতে স্কটল্যান্ডের বিপক্ষে ৮৯ রানে জয় পায়। ঐ ম্যাচে নবী ব্যাট হাতে ৫৮ রান করেন। তবে বল হাতে ছিলেন উইকেট শূন্য। টি-২০ ফরম্যাটে আফগানদের প্রথম জয় ২০১০ সালে। কানাডার বিপক্ষে কলম্বোতে ৫ উইকেটে জিতেছিল তারা। ম্যাচে নবী বল হাতে ১ উইকেট ও ১২ বলে ২৩ রান করেছিলেন।

তাই নিজ নিজ দেশের প্রথম টেস্ট-ওয়ানডে-টি-২০ জয়ের সাক্ষী ছিলেন রফিক-নবী।

বিডি প্রতিদিন/১৮ মার্চ ২০১৯/আরাফাত

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর