২০ মার্চ, ২০১৯ ১৫:১১

মেসিদের নতুন জার্সি

অনলাইন ডেস্ক

মেসিদের নতুন জার্সি

সংগৃহীত ছবি

ভেনেজুয়েলার বিপক্ষে আন্তর্জাতিক প্রীতি ম্যাচ উপলক্ষে আর্জেন্টাইন সতীর্থদের সঙ্গে অনুশীলন করেছেন লিওনেল মেসি। স্পেনের মাটিতে আনুষ্ঠানিকভাবে জাতীয় দলের সঙ্গে অনুশীলনে যোগ দেন তিনি। প্রায় আট মাস পর আকাশি নীল-সাদা জার্সিতে মাঠ মাতাতে যাচ্ছেন এই তারকা।

আসন্ন কোপা আমেরিকায় অংশ নিতেই মেসির এই দলে ফেরা। তার আগে অবশ্য খেলবেন প্রীতি ম্যাচ। এদিকে, এরই মধ্যে পোশাক তৈরির প্রতিষ্ঠান এডিডাস আর্জেন্টিনা, কলম্বিয়া ও মেক্সিকোর জন্য নিয়ে এসেছে নতুন জার্সি। 

মঙ্গলবার এডিডাস তাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে একাধিক ছবি ও পোস্টের মাধ্যমে নতুন জার্সির বিষয়ে ঘোষণা দেয়। 

ছবিতে মেসি-দিবালাসহ একাধিক আর্জেন্টাইন ফুটবলারের পরনেই দেখা গেছে নতুন জার্সি। নতুন এই জার্সিতে, আর্জেন্টিনার চিরপরিচিত নীল-সাদা জার্সির স্ট্রাইপ বদলে যাচ্ছে। আকাশি রং অনেকটাই হালকা হয়েছে। দুটো সরু স্ট্রাইপ রাখা হয়েছে কাঁধের কাছে। কালো প্যান্টের বদলে নীল প্যান্ট আনা হয়েছে। এই জার্সি পরেই শুক্রবার ভেনেজুয়েলার বিপক্ষে ম্যাচ খেলতে নামবেন টিম আর্জেন্টিনা।


বিডি প্রতিদিন/ ওয়াসিফ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর