২০ মার্চ, ২০১৯ ১৯:৪৩

ইউরো ২০২০ বাছাইপর্বে ফ্যাক্টফাইল

অনলাইন ডেস্ক

ইউরো ২০২০ বাছাইপর্বে ফ্যাক্টফাইল

আগামীকাল থেকে শুরু হচ্ছে ইউরো ২০২০ বাছাইপর্বের মিশন। বাছাইপর্ব থেকে উঠে আসা ২৪টি দল আগামী বছর অনুষ্ঠিতব্য এই টুর্নামেন্টে খেলার যোগ্যতা অর্জন করবে। ইউরোপের ১২টি দেশে মূল পর্বের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে। এবারই প্রথমবারের মত সরাসরি কোন দল মূল আসরে অংশগ্রহণের সুযোগ পাচ্ছে না। এমনকি স্বাগতিক হিসেবেও বাড়তি কোন সুবিধা কোন দলই পাচ্ছে না।

বাছাইপর্বে উয়েফার ৫৫টি দেশ সর্বমোট ১০টি গ্রুপে বিভক্ত হয়ে অংশ নিবে। এর মধ্যে ৬টি দল পাঁচটি গ্রুপে ও ৫টি দল পাঁচটি গ্রুপে বিভক্ত হয়ে খেলবে। গ্রুপে প্রতিটি দল একে অপরের সাথে হোম-এ্যাওয়ে ভিত্তিতে খেলবে। প্রতিটি গ্রুপের শীর্ষ দুটি দল অর্থাৎ ২০টি দল মূল পর্বে খেলার যোগ্যতা অর্জণ করবে।

সনাতনী গ্রুপ পর্বের ম্যাচ শেষে শীর্ষ ২০টি দলতো যাবেই, তবে বাকি চারটি পজিশনের জন্য প্লে-অফের নিয়ম এবার কিছুটা জটিল করা হয়েছে। গত বছর উয়েফার শীর্ষ সারির ৫৫টি দল নিয়ে প্রথমবারের চালু করা হয়েছে নেশন্স লিগ। দলগুলো তাদের অবস্থানের ভিত্তিতে চারটি টায়ারে (লিগ এ-ডি) চারটি গ্রুপে বিভক্ত হয়ে অংশ নিয়েছে। 

গ্রুপ পর্ব শেষে নেশন্স লিগের ১৬টি গ্রুপ বিজয়ী প্লে অফে খেলার ব্যপারে সুবিধাজনক অবস্থানে থাকবে। তবে বাছাইপর্বে শীর্ষ দুইয়ে থাকতে ব্যর্থ হলেই কেবলমাত্র তারা প্লে অফ খেলার সুযোগ পাবে।
নেশন্স লিগের ১৬টি দল হলো :
লিগ এ : ইংল্যান্ড, নেদারল্যান্ড, পর্তুগাল, সুইজারল্যান্ড
লিগ বি : বসনিয়া এন্ড হার্জেগোভেনিয়া, ডেনমার্ক, সুইডেন, ইউক্রেন
লিগ সি : ফিনল্যান্ড, নরওয়ে, স্কটল্যান্ড, সার্বিয়া
লিগ ডি : বেলারুস, মেসিডোনিয়া, জর্জিয়া, কসভো

প্রতিটি লিগ তাদের নিজস্ব ধারায় শীর্ষ দল বাছাই করবে। লিগে চারটি দল সেমিফাইনালে দুই লেগে ও ফাইনালে একটি লেগে খেলবে। প্রতি লিগের বিজয়ী দল ইউরো ২০২০ এর চূড়ান্ত পর্বে খেলার যোগ্যতা অর্জন করবে। বিশ্ব র‌্যাঙ্কিংয়ের ১-৫৫’র মধ্যে থাকা দলগুলো নিয়ে নেশন্স লিগ অনুষ্ঠিত হয়েছে। নেশন্স লিগের গ্রুপ বিজয়ীরা যদি বাছাইপর্বেও নিজেদের গ্রুপে শীর্ষ দুইয়ের মধ্যে থাকে তবে লিগের পরবর্তী সেরা দল ইউরোতে খেলার যোগ্যতা অর্জণ করবে।

জুনে প্রথমবারের মত অনুষ্ঠিতব্য নেশন্স লিগের ফাইনালে একে অপরের মুখোমুখি হবে ইংল্যান্ড, নেদারল্যান্ড, পর্তুগাল ও সুইজারল্যান্ড। বাছাইপর্বে যদি এদের মধ্যে কোন দল উতরে যায় তবে নেশন্স লিগের ফাইনালের ফলাফল তাদের কোন কাজে আসবে না।

চলতি বছর মার্চ থেকে নভেম্বরের মধ্যে বাছাইপর্বের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে। নেশন্স লিগের ফাইনালে যে দলগুলো খেলবে তাদের জুনে বাছাইপর্বের কোন ম্যাচ নেই।

আগামী বছর ১২জুন-১২ জুলাই ইউরো ২০২০ এর মূল পর্বের ম্যাচগুলো যে ১২টি শহরে অনুষ্ঠিত হবে সেগুলো হলো এ্যামাস্টারডাম, বাকু, বিলবাও, বুখারেস্ট, বুদাপেস্ট, কোপেনহেগেন, ডাবলিন, গ্ল্যাসগো, লন্ডন, মিউনিখ, রোম ও সেইন্ট পিটার্সবার্গ।

বিডি প্রতিদিন/২০ মার্চ ২০১৯/আরাফাত

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর