২১ মার্চ, ২০১৯ ১৫:২৪

পাকিস্তানে আইপিএল সম্প্রচার নিষিদ্ধ

অনলাইন ডেস্ক

পাকিস্তানে আইপিএল সম্প্রচার নিষিদ্ধ

ভারত-পাকিস্তানের উত্তেজনার মধ্যে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) এর সম্প্রচার নিষিদ্ধ করেছে পাকিস্তান। এর আগে পাকিস্তান সুপার লিগ (পিএসএল) সম্প্রচার নিজ দেশে বন্ধ করে দেয় ভারত। এবার বদলা হিসেবে পাকিস্তানে আইপিএল সম্প্রচার নিষিদ্ধ করল দেশটির সরকার। এ বিষয়টি দেশটির তথ্যমন্ত্রী ফাওয়াদ চৌধুরী জানিয়েছেন।

এদিকে আগামী শনিবার মাঠে গড়াচ্ছে আইপিএল এর দ্বাদশ আসর। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে চেন্নাই ও বেঙ্গালুরু। 

তথ্যমন্ত্রী ফাওয়াদ চৌধুরী জানান, এর আগে আমাদের টুর্নামেন্ট সম্প্রচার বন্ধ করে দিয়েছিল ভারত। তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি, পাকিস্তানেও আইপিএল সম্প্রচার নিষিদ্ধ করার। 

এদিকে দেশটির বিখ্যাত ক্রীড়া সাংবাদিক সাজ সাদিক টুইটবার্তায় জানিয়েছেন, আমার কাছে আগে থেকেই খবর ছিল এদেশে আইপিএল সম্প্রচার বন্ধ হচ্ছে। অবশেষে তা বাস্তবায়ন হচ্ছে।

প্রসঙ্গত, ১৪ ফেব্রুয়ারি কাশ্মীরের পুলওয়ামায় এক আত্মঘাতী হামলা ভারতের আধাসামরিক বাহিনী সিআরপিএফ-এর ৪৪ জন সেনা সদস্য নিহত হয়। এরপর থেকে দু'দেশের মধ্যে চরম উত্তেজনা দেখা দেয়। যার প্রভাব পড়েছে দুই দেশের ক্রিকেট সম্পর্কে।


বিডি-প্রতিদিন/বাজিত হোসেন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর