২২ মার্চ, ২০১৯ ০৫:১১

ওয়ার্নারের এই শাস্তি প্রাপ্য ছিল না: লক্ষ্মণ

অনলাইন ডেস্ক

ওয়ার্নারের এই শাস্তি প্রাপ্য ছিল না: লক্ষ্মণ

ফাইল ছবি

বল বিকৃতি কাণ্ডে নির্বাসনে থাকা ডেভিড ওয়ার্নারকে আবার দলে পেয়ে উচ্ছ্বসিত ভিভিএস লক্ষ্মণ। সানরাইজার্স হায়দরাবাদের মেন্টর মনে করেন, ওয়ার্নারের প্রত্যাবর্তন বিরাট একটা পার্থক্য গড়ে দেবে।

আগামী রবিবার কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে ইডেনে ম্যাচ দিয়ে এবারের আইপিএল অভিযান শুরু করছে সানরাইজার্স। তার আগে বৃহস্পতিবার হায়দরাবাদে লক্ষ্মণ বলেন, ‘‘ওয়ার্নার দলে ফেরা মানে বিশাল পার্থক্য হয়ে যাওয়া। ওয়ার্নারের দক্ষতা নিয়ে প্রশ্ন তোলার জায়গা নেই। সানরাইজার্সের হয়ে ও যা করেছে, তার জন্য দল হিসেবে আমরা গর্বিত।’’ 

বল বিকৃতি কাণ্ডে আন্তর্জাতিক ক্রিকেট থেকে ১২ মাস নিবার্সনে আছেন ওয়ার্নার। যে শাস্তির মেয়াদ শেষ হচ্ছে ২৯ মার্চ। লক্ষ্মণ পরিষ্কার বলে দিচ্ছেন, ওয়ার্নারকে যে শাস্তি দেওয়া হয়েছে, সেটা তাঁর প্রাপ্য ছিল না। সানরাইজার্সের মেন্টরের মন্তব্য, ‘‘আমার ব্যক্তিগত মত হল, কেপ টাউনে যা হয়েছে, তা অত্যন্ত দুর্ভাগ্যজনক। আমার মনে হয়, ওয়ার্নারকে এই শাস্তি দেওয়াটা ঠিক হয়নি।’’


বিডি প্রতিদিন/ ওয়াসিফ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর