২৪ মার্চ, ২০১৯ ০১:৪৬

রোনালদোর ফেরার দিনে পর্তুগালের ড্র, ইংল্যান্ড-ফ্রান্সের জয়

অনলাইন ডেস্ক

রোনালদোর ফেরার দিনে পর্তুগালের ড্র, ইংল্যান্ড-ফ্রান্সের জয়

ক্রিস্টিয়ানো রোনালদো রাশিয়া বিশ্বকাপের পর পর্তুগাল দলের বাইরে ছিলেন। ইউরো ২০২০ সালের বাছাইপর্বের ম্যাচ দিয়ে আবারও জাতীয় দলের জার্সি গায়ে ফিরলেন এই পর্তুগিজ তারকা। তবে বাছাইপর্বে শুরুটা ভালো হয়নি বর্তমান ইউরো চ্যাম্পিয়নদের। 

শুক্রবার (২২ মার্চ) দিনগত রাতে ‘বি’ গ্রুপের ম্যাচে ইউক্রেনের সাথে গোলশূন্য ড্র করেছে পর্তুগাল। আরেক ম্যাচে মলদোভাকে ৪-১ গোলে হারিয়েছে ফ্রান্স। এছাড়া স্টার্লিং এর হ্যাটট্রিকে চেক প্রজাতন্ত্রের বিপক্ষে ৫-০ গোলের জয় পেয়েছে ইংল্যান্ড।

২০২০ ইউরো বাছাইপর্বের ম্যাচে পর্তুগীজদের প্রতিপক্ষ ইউক্রেন। যেখানে ২৪ মিনিটে গোলরক্ষক পিয়াতোভ রোনালদোর শট রুখে দেন। গোলবঞ্চিত হয় পর্তুগাল। ৮৬ মিনিটে নিশ্চিত গোল খাওয়া থেকে বেঁচে যায় সেলেকাওরা। আর শেষ পর্যন্ত গোলশূন্য ড্র নিয়ে মাঠ ছাড়ে দু'দল।

আরেক ম্যাচে প্রতিপক্ষ মলদোভার বিপক্ষে ম্যাচের ২৪ মিনিটে গ্রিজম্যানের গোলে এগিয়ে যায় ফ্রান্স। ৩ মিনিট পরেই ভারানের গোলে লিড দ্বিগুণ করে ফরাসিরা। এরপর ৩৬ মিনিটে অলিভার জিরু স্কোরশিটে নাম লেখান লেস ব্লুদের হয়ে। বিরতির পর ৮৭ মিনিটে এমবাপ্পে ফ্রান্সের স্কোর গড়ে দেন ৪-০। ২ মিনিট পর অ্যামব্রোস মলদোভার হয়ে একটি গোল শোধ করলেও তা ব্যবধান কমায় মাত্র। ফরাসিদের হয়ে গোল করেন আতোয়া গ্রিজম্যান, রাফায়েল ভারানে, অলিভার জিরুদ ও কিলিয়ান এমবাপ্পে। এদিকে ইউরো বাছাইয়ের অন্য ম্যাচে ‘এ’ গ্রুপে ঘরের মাঠে রাহিম স্টার্লিংয়ের হ্যাটট্রিকে চেক রিপাবলিককে ৫-০ গোলে হারিয়ে শুভ সূচনা করেছে ইংল্যান্ড। 

বিডি প্রতিদিন/এ মজুমদার

সর্বশেষ খবর