২৪ মার্চ, ২০১৯ ০৮:৩৮

'নিজেদের দিনে বাংলাদেশ ভালো শিকার করতে পারে'

অনলাইন ডেস্ক

'নিজেদের দিনে বাংলাদেশ ভালো শিকার করতে পারে'

আগামী ৩০ মে ইংল্যান্ড ও ওয়েলসে পর্দা উঠবে ২০১৯ ক্রিকেট বিশ্বকাপের। ৫০ ওভারের এই বিশ্বমঞ্চের সময় যতই কাছে আসছে, ততই এর উত্তাপ বাড়ছে। মতামত-সম্ভাবনার কথা জানাচ্ছেন ক্রিকেট বিশ্লেষকরা। 

তারই জের ধরে আসন্ন বিশ্বকাপ নিয়ে আইসিসি নিজেদের ফেসবুক পেজে সাবেক ভারতীয় তারকা বীরেন্দ্র শেবাগকে নিয়ে একটি ভিডিও পোস্ট করে। যেখানে তার কাছে আসরে সুযোগ পাওয়া প্রতিটি দল সম্পর্কে জানতে চাওয়া হয়। সেখানে তিনি বাংলাদেশকে ‘বাঘ’ বলে সম্বোধন করেন। যা বাংলাদেশ জাতীয় দলের ‘ডাকনাম’। 

নিচে এবারের আসরে দশ দল সম্পর্কে শেবাগের মন্তব্য দেওয়া হলো:

বাংলাদেশ: তারা বাঘ, নিজেদের দিনে তারা ভালো শিকার করতে পারে।
পাকিস্তান: অনিশ্চিত।
অস্ট্রেলিয়া: ভয়ংকর।
শ্রীলঙ্কা: ভালোবাসার মতো দল।
ওয়েস্ট ইন্ডিজ: খুবই ভয়ংকর দল।
ইংল্যান্ড: বিশ্বকাপ জয়ের দারুণ সুযোগ রয়েছে।
আফগানিস্তান: তাদের দিনে তারা যে কাউকে হারাতে পারে।
দক্ষিণ আফ্রিকা: আশাকরি তারা ভালো করবে।
ভারত: ভালো খেললে, যে কোনো দলকে হারাতে পারবে।
নিউজিল্যান্ড: আন্ডারডগ।


বিডি প্রতিদিন/ ওয়াসিফ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর