২৪ মার্চ, ২০১৯ ১৬:৫০

বীরগঞ্জে ইউনিয়নভিত্তিক কাবাডি প্রতিযোগিতায় উপচেপড়া ভিড়

দিনাজপুর প্রতিনিধি

বীরগঞ্জে ইউনিয়নভিত্তিক কাবাডি প্রতিযোগিতায় উপচেপড়া ভিড়

মাদক ও জঙ্গিমুক্ত দেশগড়ার প্রত্যয় নিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে ১১টি ইউনিয়ন এবং পৌরসভাসহ ১২টি দলের অংশগ্রহণে দিনাজপুরের বীরগঞ্জে ইউনিয়ন ভিত্তিক কাবাডি প্রতিযোগিতা উদ্বোধন করা হয়েছে।

উদ্বোধনী খেলায় সুজালপুর ইউনিয়ন দল এবং মোহাম্মদপুর ইউনিয়ন দল অংশগ্রহণ করে। খেলায় ১৮ পয়েন্ট পেয়ে মোহাম্মদ ইউনিয়ন দল জয় পেয়েছে। 

খেলা পরিচালনা করেন বীরগঞ্জ ফাজিল মাদরাসার ক্রীড়া শিক্ষক মো. আব্দুল বাসেদ, রাজিবপুর দাখিল মাদরাসার ক্রীড়া শিক্ষক মো. আব্দুল কুদ্দুস ও ইব্রাহিম মেমোরিয়াল শিক্ষা নিকেতনের ক্রীড়া শিক্ষক মো. আরশাদ মাহমুদ বাবু। গ্রামবাংলার ঐতিহ্যবাহী কাবাডি খেলায় দর্শকদের উপচেপড়া ভিড় লক্ষ্য করা গেছে। 

রবিবার সকাল ১০টায় বীরগঞ্জ পুলিশের আয়োজনে এবং উপজেলা ক্রীড়া সংস্থার সার্বিক সহযোগিতায় বীরগঞ্জ পাইলট সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে উক্ত কাবাডি প্রতিযোগিতার উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম।

এর আগে, বীরগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. সালাহউদ্দিনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন- বীরগঞ্জ থানার ওসি (তদন্ত) বিশ্বনাথ দাশ গুপ্ত, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য মো. নুর ইসলাম নুর, উপজেলা কৃষকলীগের সভাপতি মো. শিবলী সাদিক, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মো. ইয়াছিন আলী, মোহাম্মদপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গোপাল দেব শর্মা, সুজালপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মহেশ চন্দ্র রায় প্রমুখ।

বিডি প্রতিদিন/এনায়েত করিম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর