২৪ জুন, ২০২১ ১৪:৪৬

হারের জন্য কোহলিদের ব্যাটিংকেই দুষছেন গাভাস্কার

অনলাইন ডেস্ক

হারের জন্য কোহলিদের ব্যাটিংকেই দুষছেন গাভাস্কার

সুনীল গাভাস্কর। ফাইল ছবি।

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের মঞ্চে বিরাট কোহলিদের ব্যাটিং খুশি করতে পারেনি সুনীল গাভাস্কারকে। বুধবার মাত্র ১৭০ রানেই থেমে যায় ভারতের দ্বিতীয় ইনিংস। সেটা দেখেই হতাশ ভারতের সাবেক এই অধিনায়ক। নিউজিল্যান্ডের সামনে মাত্র ১৩৯ রানের লক্ষ্য রাখেন কোহলিরা। ৮ উইকেট হাতে নিয়ে সহজেই সেই রান করে দেন কেন উইলিয়ামসনরা।

ভারতের সাবেক ওপেনার গাভাস্কার বলেন, ভারতের ভাল ব্যাট করা উচিত ছিল। রোদ ছিল, তেমন কোনো সুইংও ছিল না বলে। সেখানে তারা মাত্র ১৭০ রানে শেষ হয়ে গেল। ষষ্ঠ দিনের খেলায় মধ্যাহ্নভোজের পর এই আক্ষেপ শোনা যায় ধারাভাষ্যকার গাভাস্কারের গলায়।

ভারতের হয়ে দ্বিতীয় ইনিংসে সব চেয়ে বেশি রান করেন ঋষভ পন্থ (৮৮ বলে ৪১ রান)। কোনো সঙ্গী পাননি তিনি। দিনের শুরুতেই ফিরে যান কোহলি (২৯ বলে ১৩ রান), চেতেশ্বর পূজারা (৮০ বলে ১৫ রান)। খুব বেশি সময় ক্রিজে টিকতে পারেননি অজিঙ্ক রাহানেও (৪০ বলে ১৫ রান)। রবীন্দ্র জাদেজা ৪৯ বল খেলে ১৬ রান করেন। পন্থের সঙ্গে তার জুটি আশার আলো দেখাচ্ছিল ভারতকে। কিন্তু ভয়ঙ্কর হয়ে ওঠার আগেই তাদের ফিরিয়ে দেন কিউই পেসাররা।

বিডি প্রতিদিন/এমআই

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর