১৪ মে, ২০২৪ ১৭:১১

প্রথমবারের মতো পাকিস্তান সফরে যাচ্ছে আয়ারল্যান্ড

অনলাইন ডেস্ক

প্রথমবারের মতো পাকিস্তান সফরে যাচ্ছে আয়ারল্যান্ড

আগামী বছরের আগস্ট-সেপ্টেম্বরে পাকিস্তান সফরে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলবে আয়ারল্যান্ড ক্রিকেট দল। এটাই হবে আয়ারল্যান্ড দলের প্রথম পাকিস্তান সফর।

এক বিবৃতিতে পাকিস্তান সফরের বিষয়টি নিশ্চিত করেছে ক্রিকেট আয়ারল্যান্ড (সিআই)।  

সিরিজটি আইসিসির ভবিষ্যৎ সফর পরিকল্পনায় (এফটিপি) অন্তর্ভুক্ত। তবে সিরিজের সূচি ও ভেন্যু এখনও প্রকাশ করা হয়নি।

পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মহসিন নাকভির সাথে সিআই চেয়ারম্যান ব্রায়ান ম্যাকনিসের আলোচনার পর সিরিজটি চূড়ান্ত করা হয়।

তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে বর্তমানে আয়ারল্যান্ড সফরে আছে পাকিস্তান দল। প্রথম দুই ম্যাচ শেষে সিরিজে ১-১ সমতা বিরাজ করছে।

বিডি-প্রতিদিন/বাজিত

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর