টি-টোয়েন্টি বিশ্বকাপের পর ভারতের বিপক্ষে ঘরের মাঠের সিরিজ দিয়ে ক্রিকেটে ফিরবে শ্রীলঙ্কা। কিন্তু আগামী ২৭ জুলাই তিন ম্যাচের সংক্ষিপ্ত সিরিজ শুরুর আগেই দুঃসংবাদ পেয়েছে স্বাগতিকেরা।
ভারতের বিপক্ষে সিরিজ থেকে চোটের কারণে ছিটকে গেছেন দলের পেসার দুষ্মন্ত চামিরা। তবে তার চোট সম্পর্কে জানাননি প্রধান নির্বাচক উপুল থারাঙ্গা।
তিনি বলেছেন, ‘গতকাল আমরা তার রিপোর্ট পেয়েছি। ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি ও ওয়ানডে সিরিজ সে খেলতে পারবে না।’
তার বদলি হিসেবে পেসার আসিতা ফার্নান্দোকে সিরিজে নিয়েছে শ্রীলঙ্কা। তিন ম্যাচের প্রথম টি-টোয়েন্টি ২৭ জুলাই পাল্লেকেলেতে। বাকি দুটিও একই মাঠে ২৮ ও ৩০ জুলাই। আর ২, ৪ ও ৭ আগস্ট কলম্বোতে হবে তিন ওয়ানডে।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ