টেস্ট ক্রিকেটে লজ্জার রেকর্ড গড়লেন জিম্বাবুয়ের উইকেটকিপার ক্লাইভ মাদান্দে। এক ইনিংসে সবচেয়ে বেশি বাই রান দিয়ে ৯০ বছরের একটি পুরনো রেকর্ড ভেঙেছেন এই উইকেটরক্ষক-ব্যাটার।
প্রথম ইনিংসে জিম্বাবুয়ের ২১০ রানের জবাবে আয়ারল্যান্ড করেছে ২৫০ রান। প্রথম ইনিংসে আইরিশরা ৪২ রান পেয়েছেন বাই হিসাবে। মূলত জিম্বাবুয়ের উইকেটরক্ষকের ব্যর্থতার জন্যই ৪০ রানে এগিয়ে যাওয়ার সুযোগ পায় তারা। ব্যাটারদের লেগ সাইডে পড়া প্রায় কোনো বলই উইকেটের পেছনে দাঁড়িয়ে আটকাতে পারেননি মাদান্দে।
১৯৩৪ সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট ম্যাচের একটি ইনিংসে ইংল্যান্ডের উইকেটরক্ষক লেস আমেস বাই হিসাবে ৩৭ রান দিয়েছিলেন। এত দিন পর্যন্ত টেস্টের এক ইনিংসে সেটাই ছিল একজন উইকেটরক্ষকের দেওয়া সবচেয়ে বেশি বাই রান।
৯০ বছরের এই লজ্জা থেকে আমেসকে মুক্তি দিলেন মাদান্দে। এই ম্যাচে ব্যাট হাতেও সাফল্য পাননি তিনি। প্রথম ইনিংসে শূন্য রানে আউট হয়েছেন মাদান্দে।
বিডি প্রতিদিন/এমআই