প্যারিস অলিম্পিকের স্বর্ণজয়ী অ্যাথলেটকে সম্মানিত করতেই অর্ধদিবস ছুটির ঘোষণা দিয়েছিল বতসোয়ানা। ২০০ মিটার স্প্রিন্টে লেতসিলে তেবোগো স্বর্ণ জয়ের পরের দিন (৯ আগস্ট) এমন ঘোষণা দিয়েছিলেন দেশটির প্রেসিডেন্ট মকগিউয়িতসি মাসিসি।
অলিম্পিকে দেশটির প্রথম স্বর্ণ বলে কথা! অবশ্য শুধু বতসোয়ানার নয়, প্রথম আফ্রিকান হিসেবেই ২০০ মিটার স্প্রিন্টে স্বর্ণ জিতেছেন তেবোগো। প্যারিস অলিম্পিকে স্বর্ণ জিততে পেছনে ফেলেছেন কেনেথ বেডনারেক ও টোকিও অলিম্পিকের দ্রুততম মানব নোয়াহ লাইলসকে। ১৯.৪৬ সেকেন্ড সময় নিয়ে স্বর্ণ জেতা তেবোগো অলিম্পিকে আরও একটি পদক জিতেছেন। ৪ গুণিতক ৪০০ মিটার রিলের রুপাজয়ী দলের সদস্যে তিনি।
তেবোগোর মতো এবারের অলিম্পিকে বতসোয়ানার পদক সংখ্যাও দুটি। আর সব মিলিয়ে অলিম্পিকে মোট চারটি পদক জিতেছে দেশটি।
২০১২ লন্ডন অলিম্পিকে প্রথম পদক পায় বতসোয়ানা। ৮০০ মিটার দেশটিকে প্রথম পদক এনে দেন রুপাজয়ী নাইজেল আমোস। আর ২০২০ টোকিও অলিম্পিকে ছেলেদের ৪ গুণিতক ৪০০ মিটার রিলেতে ব্রোঞ্জ জিতেছিল বতসোয়ানা।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ