ভুটানের বিপক্ষে বাংলাদেশ দুই প্রীতি ম্যাচের সিরিজ খেলেছে। প্রথম ম্যাচ জিতলেও দ্বিতীয় ম্যাচে হেরেছে বাংলাদেশ। শেষ মুহূর্তের গোলে ১-০ ব্যবধানে হারতে হয়েছে হাভিয়ের কাবরেরার শিষ্যদের।
দুই দলের মুখোমুখি লড়াইয়ে এটি ভুটানের কাছে বাংলাদেশের দ্বিতীয় হার, আগেরটি ছিল ২০১৬ সালে।
রবিবার বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় ভুটানের রাজধানী থিম্পুর চাংলিমিথান স্টেডিয়ামে স্বাগতিকদের বিপক্ষে খেলতে নামেন লাল-সবুজের জার্সিধারীরা।
আজ পুরো ম্যাচে ঠিক সেভাবে নিজেদের মেলে ধরতে পারেনি বাংলাদেশ। প্রধামার্ধে ভুটানও খেলেছে ধীরগতির ফুটবল। গোলশূন্য প্রথমার্ধে তেমন উল্লেখযোগ্য সুযোগ তৈরি করতে পারেনি কোনো দলই।
তবে দ্বিতীয়ার্ধের শেষ দিকে আচমকাই গোল হজম করে বসে বাংলাদেশ। ফ্রি কিকের পর সতীর্থের হেড পাসে বক্সে ফাঁকায় থাকা কিংগা ওয়াংচুক নিখুঁত শটে পরাস্ত করেন গোলরক্ষককে। এরপর আর ঘুরে দাঁড়াতে পারেনি বাংলাদেশ।
বিডি প্রতিদিন/এমআই