অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্যাটে-বলে আলো ছড়িয়ে আইসিসি র্যাঙ্কিংয়েও পুরস্কার পেলেন লিয়াম লিভিংস্টোন। বড় লাফ দিয়ে টি-টোয়েন্টি অলরাউন্ডার র্যাঙ্কিংয়ের শীর্ষে উঠে গেলেন ইংলিশ তারকা।
ছেলেদের টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ের হালনাগাদ বুধবার (১৮ সেপ্টেম্বর) প্রকাশ করে আইসিসি। ব্যাটসম্যানদের তালিকায়ও বড় লাফ দিয়েছেন লিভিংস্টোন।
ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে ১৬ রানে ২ উইকেটের পর ব্যাট হাতে ৪৭ বলে ৮৭ রানের ম্যাচ জেতানো ইনিংস খেলেন লিভিংস্টোন। প্রথম ম্যাচে ২২ রানে ৩ উইকেটের সঙ্গে ২৭ বলে তিনি করেছিলেন ৩৭ রান।
বৃষ্টিতে শেষ ম্যাচ ভেসে যাওয়ায় পরিসংখ্যান আরও সমৃদ্ধ করার সুযোগ পাননি তিনি। তবে দুই ম্যাচের পারফরম্যান্সেই ৭ ধাপ এগিয়ে প্রথমবার কোনো র্যাঙ্কিংয়ের শীর্ষস্থানে বসেন ৩১ বছর বয়সী মারকুটে ব্যাটসম্যান।
অলরাউন্ডারদের তালিকায় সেরা দশে পরিবর্তন এই একটিই। ক্যারিয়ার সেরা ২৫৩ রেটিং নিয়ে মার্কাস স্টয়নিসের চেয়ে ৪২ পয়েন্ট এগিয়ে লিভিংস্টোন। ব্যাটিংয়ে ১৭ ধাপ এগিয়ে ক্যারিয়ার সেরা ৫৬০ রেটিং নিয়ে ৩৩ নম্বরে উঠেছেন লিভিংস্টোন। অস্ট্রেলিয়ার উইকেটরক্ষক-ব্যাটসম্যান জশ ইংলিস ১৩ ধাপ লাফিয়ে ১০ নম্বরে জায়গা করে নিয়েছেন।
সেরা দশে আর কোনো পরিবর্তন নেই। দুই ম্যাচে ১৪ বলে ৩১ ও ২৩ বলে ৫৯ রানের ইনিংস খেলে ৮৮১ রেটিং নিয়ে শীর্ষস্থান আরও পোক্ত করেছেন ট্রাভিস হেড। বোলারদের মধ্যে এক ধাপ এগিয়ে ৬ নম্বরে উঠেছেন অস্ট্রেলিয়ার লেগ স্পিনার অ্যাডাম জ্যাম্পা। ফলে এখন প্রথম ছয়জনের সবাই স্পিনার। ৭২১ রেটিং নিয়ে আগের মতোই শীর্ষে ইংল্যান্ডের আদিল রাশিদ।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ