গতকাল এক সেশনেরও বেশি সময় ধরে ব্যাটিং করেছে রবীন্দ্র জাদেজা-রবিচন্দ্রন অশ্বিন জুটি। অবিচ্ছিন্ন থেকে দিন শেষ করা এই জুটি গতকাল বেশ ভুগিয়েছে বাংলাদেশকে। অবশেষে সেই জুটি ভেঙেছেন তাসকিন আহমেদ। দিনের তৃতীয় ওভারেই জাদেজাকে সাজঘরে ফিরিয়ে টাইগার শিবিরে স্বস্তি ফেরালেন এই ডানহাতি পেসার।
৮৩ ওভার শেষে ভারতের সংগ্রহ ৭ উইকেট হারিয়ে ৩৪৪ রান। নতুন ব্যাটার হিসেবে উইকেটে এসেছেন আকাশ দীপ। অপর অপরাজিত ব্যাটার অশ্বিনের সংগ্রহ ১০৬ রান।
৬ উইকেটে ৩৩৯ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শুরু করেছিল ভারত। সেখান থেকে আর ৪ রান যোগ করতেই জাদেজাকে হারায় তারা। ইনিংসের ৮৩তম ওভারের প্রথম বলটি খাটো লেংথে করেছিলেন তাসকিন, সেখানে জাদেজার ব্যাটের কানা ছুঁয়ে বল জমা পড়ে উইকেটকিপার লিটন দাসের গ্লাভসে। ৮৬ রান করে জাদেজা ফেরায় ভাঙে ১৯৯ রানের সপ্তম উইকেট জুটি।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ