ভারত প্রথম ইনিংসে ৩৭৬ রান তুলেছিল। বাংলাদেশ নিজেদের প্রথম ইনিংসে আটকে গেছে ১৪৯ রানে। দ্বিতীয় দিন শেষে বাংলাদেশের চেয়ে ৩০৮ রানে এগিয়ে আছে রোহিত শর্মার দল।
দ্বিতীয় দিন শেষেই যে বাংলাদেশ দলের এমন লেজেগোবরে অবস্থার জন্য কাদের বোলার না ব্যাটারদের?
দ্বিতীয় দিনের খেলা শেষের সংবাদ সম্মেলনে এসে বাংলাদেশের পেসার তাসকিন আহমেদ বললেন, ‘বোলাররা ভালোই করেছে, ব্যাটসম্যানরা ব্যর্থ হয়েছে।’ চেন্নাই টেস্টের প্রথম ইনিংসে দলকে ব্যাটসম্যানরা হতাশাই উপহার দিয়েছেন বলে মনে করেন তাসকিন।
তাসকিন বলেছেন, ‘আপনারা জানেন, সবমিলিয়ে আমাদের ব্যাটিংটা হতাশার ছিল। ফাস্ট বোলারদের জন্য (উইকেটে) কিছুটা সাহায্য ছিল। আমরা যেমন বোলিং করেছি, এর চেয়ে কিছুটা হয়তো ভালো করতে পারতাম। কিন্তু আমরা ব্যাটিং নিয়ে হতাশ।’
বোলিং যে ভালো করেছেন, সেটা বোঝাতে গিয়ে তাসকিন আগের দিনের শুরুতে ভারতের ব্যাটিং এলোমেলো করে দেওয়ার বিষয়টি টেনে আনেন। ১৪৪ রানে ৬ উইকেট হারিয়ে ফেলে ভারত অনেকটাই দিশাহারা হয়ে গিয়েছিল। তাসকিন বলেছেন, ‘গতকাল আমরা সত্যি খুব ভালো শুরু করেছিলাম। এরপর অশ্বিন ও জাদেজা সত্যি খুব ভালো ব্যাটিং করেছে এবং আমরাও শুরুর মতো ভালো বোলিং করতে পারিনি।’
তবে আজ দ্বিতীয় দিন সকালে আবার নিজেদের গুছিয়ে নেওয়ার বিষয়টিও বলেন তাসকিন, ‘আজ সকালে আমরা ভালো একটি সেশন কাটিয়েছি। ৩৭ রানে ৪ উইকেট নিয়েছি। তাই সব মিলিয়ে আমরা ভালো বোলিং করেছি। তবে এর চেয়েও ভালো করতে পারতাম হয়তো। কিন্তু আমরা আমাদের ব্যাটিং নিয়ে হতাশ।’
বিডি প্রতিদিন/নাজমুল