হাঙ্গেরির বুদাপেস্টে ৪৫তম দাবা অলিম্পিয়াডে চমক দেখালেন বাংলাদেশের জাতীয় চ্যাম্পিয়ন মনন রেজা নীড়। ওপেন বিভাগে শনিবার রাতে ইসরায়েলের গ্র্যান্ডমাস্টার গোর্শটেইন ইডোকে হারিয়েছেন এই বাংলাদেশি ফিদে মাস্টার।
গত পরশু রাতে ইসরায়েল দশম রাউন্ডে প্রতিপক্ষ হওয়ায় গ্র্যান্ডমাস্টার এনামুল হোসেন রাজীব নাম প্রত্যাহার করেন। ফলে চার বোর্ডের মধ্যে তিন বোর্ডে খেলা হয়েছে। চতুর্থ বোর্ডে তাহসিন তাজওয়ার জিয়া প্রতিদ্বন্দ্বিতা করতে পারেননি সেই অর্থে। প্রথম বোর্ডে আন্তর্জাতিক মাস্টার ফাহাদ রহমান খানিকটা লড়াই করে হেরেছেন। ফাহাদ গতকাল ইসরায়েলি গ্র্যান্ডমাস্টারকে পরাজিত করলে জিএম নর্ম পেতেন।
ওপেন বিভাগে বাংলাদেশ ৩-১ গেম পয়েন্টে হারে। অন্যদিকে, নারী বিভাগে নরওয়ের সঙ্গে বাংলাদেশ দল হারে ৩.৫-০৫ গেম পয়েন্টে। টানা ছয় বোর্ড জেতার পর ৮২ বছর বয়স্ক আন্তর্জাতিক মহিলা মাস্টার রানী হামিদ গতকালই প্রথম হেরেছেন। দাবা অলিম্পিয়াডে আজ অনুষ্ঠিত হবে শেষ রাউন্ডের খেলা।
বিডি প্রতিদিন/এমআই